কথা ছিল নিজেদের গানের রিমেইক, দেশাত্ববোধক ও মৌলিক গান নিয়ে তিনটি অ্যালবাম আসবে। কিন্তু ঈদকে সামনে রেখে তাড়াহুড়ো করেই আসছে অবসকিওরের নতুন অ্যালবাম ‘অবসকিওর ও বাংলাদেশ’।
Published : 11 Sep 2014, 05:25 PM
ব্যান্ড প্রধান সাইদ হাসান টিপু গ্লিটজকে বলেন, “দুই রকমের গান নিয়ে আলাদা অ্যালবাম প্রকাশের ইচ্ছা ছিল। দুটো অ্যালবাম এর কাজে একসাথে হাত দেয়ায় দুটোরই কাজ অর্ধেক হয়। ফলশ্রুতিতে দুই অ্যালবাম এর গান এক করে এবারের অ্যালবাম।”
‘অবসকিওর ও বাংলাদেশ’ অ্যালবামে গান থাকছে দশটি।
অ্যালবামটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। অ্যালবামে থাকছে শহীদ আজাদ স্মরণে একটি গান। গানটি লিখেছেন তানজিল রহমান। এছাড়াও থাকছে ব্যান্ডটির কভার করা ‘একুশের গান’।
অমিত গোস্বামী লিখেছেন দুটি গান। এছাড়াও অ্যালবামের জন্য গান লিখেছেন- মনিরুল ইসলাম রানা, আবু সাঈদ আহমেদ, মুস্তফা মাহমুদ।
অ্যালবামটি বের করবে সিডি চয়েজ। বাকল আপ তাদের সৌজন্যে তৈরি করছে এক হাজার টিশার্ট।
আগের কথা অনুযায়ী তিনটি অ্যালবামই বের করবে ব্যান্ডটি। ডিসেম্বর নাগাদ পাওয়া যাবে দ্বিতীয়টি। তৃতীয়টি আসবে এরপরেই।
টিপু বলেন, “পুরোনো গান রিমেইক করার কাজ চলছে এবং আরও একটি অ্যালবামের জন্যও প্রস্তুতি চলছে।”
মেলোডি, সফট রক, মেলো রক ঘরানার গানের জন্য জনপ্রিয় ‘অবসকিওর’ ১৯৮৬ সালে প্রকাশ করে সেল্ফ টাইটেলড অ্যালবাম। ২০১৩ সালে প্রকাশিত হয় সর্বশেষ অ্যালবাম ‘ফেরা’।
টিপুর গাওয়া ব্যান্ডটির ‘ছাইড়া গেলাম মাটির পৃথিবী’, ‘মাঝরাতে চাঁদ যদি’, ‘চাঁদ জাগা একরাতে’, ‘স্বপ্নচারিণী’ গানগুলো নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয়তা পায়।