যেনতেন সিনেমা আর নয়: শাকিব
জয়ন্ত সাহা,
Published: 25 Jun 2014 10:19 AM BdST Updated: 25 Jun 2014 03:40 PM BdST
অনেকগুলো গড়পরতা সিনেমায় অভিনয় না করে অল্প সংখ্যক ভালো সিনেমায় অভিনয় করতে চান শাকিব খান। নতুন সিনেমা ধূমকেতুর মহরৎ শেষে গ্লিটজকে এমনটাই জানিয়েছেন এই অভিনেতা।
“এ বছর থেকে আর সংখ্যাবিচারে নয়, মান বিচার করে সিনেমা করব। দশটি ফ্লপ সিনেমা থেকে একটি হিট সিনেমা করলে তাতেই লাভ। শুধু নিজের ক্যারিয়ারের জন্য নয়, একটি হিট সিনেমার ফলে পুরো চলচ্চিত্রশিল্প আর্থিকভাবে লাভবান হয়।”
শফিক হাসানের পরিচালনায় ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘ধূমকেতু’ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন পরীমনি ও তানহা তাসনিয়া। সোমবার গাজীপুরের পূবাইলে শাকিব খানের বাড়িতে এ সিনেমার মহরৎ অনুষ্ঠিত হয়।
শাকিব আরও জানান, আগামী বছর থেকে চারটি করে সিনেমাতে অভিনয় করবেন।
সম্প্রতি শাকিব নবাগত অভিনেত্রীদের সঙ্গে জুটি বাঁধছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিনিয়র অভিনেতা হিসেবে এ আমার দায়িত্ব। সিনিয়র শিল্পীরা যদি তাদের সঙ্গে কাজ করে তবে তারা উৎসাহ পায়। কাজের ব্যাপারেও সিরিয়াস হয়।”
অপুর সঙ্গে জুটি বাঁধতেই হবে এমন কোনো কথা নেই বলেও জানালেন তিনি।

বাংলাদেশের সিনেমাতে মৌলিক গল্পের খুব অভাব বলেও অভিযোগ করেন তিনি। বেশিরভাগ সিনেমার গল্প বিদেশি সিনেমার কাহিনি অবলম্বনে নির্মিত বা একদম নকল বলেও মন্তব্য করেন শাকিব।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে হবে বলে অভিমত পোষণ করেন শাকিব।
তার মতে, “একটি সিনেমার এ টু জেড আন্তর্জাতিক মানের হতে হবে। ক্যামেরা, পোস্ট প্রডাকশন, সেট-আপ সবকিছুতে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। তা না হলে আমরা আন্তর্জাতিক মানের সিনেমা বানাচ্ছি-- এ কথা স্রেফ ফাঁকা বুলি হবে।”
শাকিব জানান, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নিয়মিতই ‘স্ট্যান্ডার্ড’ সিনেমা নির্মাণ করবেন তিনি। বাংলা সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতেও কাজ করবে এসকে ফিল্মস।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিনেমা ‘হিরো- দ্য সুপারস্টার’ ঈদুল ফিতরে মুক্তির পর লন্ডনে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন শাকিব খান। এরপর আরও বেশকটি দেশে মুক্তি পেতে পারে সিনেমাটি।

শাকিব এখন ‘দুই পৃথিবী’, ‘এই তো প্রেম’, ‘ভালোবাসা- ২০১৪, ‘হিটম্যান’, ‘রাজা হ্যান্ডসাম’ সিনেমার শুটিং করছেন। সিনেমাগুলোতে তার নায়িকা অপু বিশ্বাস। অপুর বিপরীতে ‘মনের ঠিকানা’ নামে নতুন একটি সিনেমাতে অভিনয় করবেন তিনি। তার হাতে রয়েছে যৌথ প্রযোজনার ‘ঢাকার ছেলে কলকাতার মেয়ে’ সিনেমাটি। এছাড়া পাওলি দামের বিপরীতে ‘সত্তা’ সিনেমাতেও অভিনয় করবেন তিনি।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা