চলচ্চিত্র দিবসে ‘স্বরূপ সন্ধান’

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস নিয়ে তথ্যচিত্র ‘স্বরূপ সন্ধান’ নির্মাণ করেছেন মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভী। তথ্যচিত্রটি মুক্তি পাচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস ৩ এপ্রিলে।

তুষারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2014, 10:45 AM
Updated : 27 March 2014, 10:45 AM

এটি দেশের প্রত্যেকটি জেলায় প্রদর্শন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এ বিষয়ে তথ্যচিত্রটির যোগাযোগ কর্মকর্তা আরিফুল ইসলাম আরমান গ্লিটজকে জানান, তথ্যচিত্রটি প্রদর্শন ও প্রচারণার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। তাদের উদ্যোগে দেশের প্রত্যেকটি জেলায় এটি প্রদর্শিত হবে ৩ এপ্রিল থেকে।

তিনি আরও জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বুধবার বিকাল ৪টায় এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

নির্মাতা সাজ্জাদ গ্লিটজকে বলেন, “ইতিহাসের পথ ধরে চলচ্চিত্রের ক্রমবিকাশ তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে।”

স্বরূপ সন্ধানের জন্য বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে মতামত দিয়েছেন প্রয়াত পরিচালক সুভাষ দত্ত, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, নারগিস আক্তার, কাজী হায়াৎ, ফৌজিয়া খানসহ  আরও অনেকে।

৪ ঘণ্টার তথ্যচিত্রটিতে সংযুক্ত করা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রে ব্যবহারের আঙ্গিক থেকে নির্মিত আটটি গান। এটি সম্পাদনা করেছেন আবু সুফিয়ান।