নতুন সংগীতায়োজনে একুশের গান
চিন্তামন তুষার,
Published: 19 Feb 2014 04:52 PM BdST Updated: 19 Feb 2014 04:52 PM BdST
অমর একুশে স্মরণে আবদুল গাফফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি এবার নতুনভাবে সংগীতায়োজন করে গাইছেন গানটির সুরকার শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ এবং ব্যান্ড অবসকিউর।
অবসকিউরের প্রধান সাইদ আহমেদ টিপু গ্লিটজকে বলেন, “তরুণ প্রজন্মকে গানটির প্রতি আকৃষ্ট করতে নতুনভাবে সংগীতায়োজন করেছি। শাওনের সঙ্গে গানটি গেয়েছেন আমাদের ব্যান্ডের সদস্যরা।”
‘একুশের গান’ শিরোনামে গানটি ১৯৫২ সালে কবিতা হিসেবে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে কবিতাটি গণসংগীত শিল্পী আবদুল লতিফকে দিলে তিনি এতে সুরারোপ করেন।


পরবর্তীতে আলতাফ মাহমুদ গানটিতে ভিন্নভাবে সুরারোপ করেন পঞ্চাশের দশকেই। তার সুরেই গানটি বর্তমানে গাওয়া হয়।
টিপু আরও বলেন, “স্থায়ী, অস্থায়ী ও অন্তরাসহ পুরো গানটি গেয়েছি আমরা।”
প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সব অঞ্চল থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শত শত মানুষ এই গান গেয়ে শহীদ মিনার অভিমুখে খালি পায়ে হেঁটে যান। বিবিসি শ্রোতা জরিপে বাংলা ভাষার শ্রেষ্ঠ গানের তালিকায় এটি তৃতীয় স্থান লাভ করেছে।
শাওন মাহমুদ ও অবসকিউর ব্যান্ডের গাওয়া গানটি একুশের প্রথম প্রহরে শোনা যাবে দেশটিভিতে। শহীদ আলতাফ মাহমুদ ও অবসকিউর ব্যান্ডের ওয়েবসাইট থেকেও শোনা যাচ্ছে গানটি।
-
ব্যাটম্যান যখন ভিলেন
-
ওয়ারসাইট ব্যান্ডের এক যুগ পূর্তি
-
রূপকথার রাজকুমার- ওয়াসীম
-
স্মৃতির পাতায় থাকুক ‘মিষ্টি মেয়ে’ কবরী
-
চলচ্চিত্র পুরস্কার নিয়ে বাবার আক্ষেপ ছিল: ওয়াসীমের ছেলে
-
কোভিড-১৯: মারা গেছেন সাংবাদিক-সংগঠক শফিউজ্জামান খান লোদী
-
কোভিড-১৯: চলে গেলেন অভিনেতা এস এম মহসীন
-
হিরোদের স্মৃতিপটে প্রথম সে হিরোইন
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের
- মামুনুল হক সাতদিনের রিমান্ডে