সিনেপর্দায় অভিনয়ের সুযোগ পেয়েই টিভিপর্দাকে বিদায় জানালেন পরী মনি। তার মতে, বড়পর্দাতেই নিজেকে মেলে ধরার সুযোগ বেশি। সম্প্রতি তিনি অভিনয় করছেন শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায়।
Published : 04 Nov 2013, 04:05 PM
এ বিষয়ে পরী গ্লিটজকে বলেন, “আমার লক্ষ্য ছিল সিনেমার অভিনেত্রী হব। বড়পর্দাতে নিজেকে মেলে ধরার সুযোগ বেশি। দর্শকের কাছেও পৌঁছুতে পারব সহজে। এ ভাবনাতেই সিনেমায় অভিনয় করছি। সিনেমার ব্যস্ততায় ছোটপর্দাতে আর অভিনয় করব না।”
‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। গ্রামীণ পটভূমিকার গল্পে নির্মিত এ সিনেমায় দেখা যাবে, মির্জা পরিবারের জায়েদকে ভালোবাসেন তালুকদার পরিবারের মনি। তাদের এ ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। এক পর্যায়ে পরী মনি বিয়ে করেন মিলনকে। তখন শুরু হয় সম্পর্কের নানা টানাপড়েন।
পরী জানান, আরও কটি সিনেমার কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে সেসব সিনেমায় সাইন করবেন তিনি।
পরী মনির মিডিয়ায় যাত্রা শুরু মডেল হিসেবে। বিভিন্ন জাতীয় দৈনিক ও ফ্যাশন ম্যাগাজিনের মডেল হয়ে নির্মাতাদের নজর কাড়েন তিনি। এরপর তিনি চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এগুলো হল ‘সেকেন্ড ইনিংস’,‘এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলর’, ‘নারী’ ও ‘নবনীতা তোমার জন্য’। এর মধ্যে ‘নারী’ ও ‘নবনীতা তোমার জন্য’ নাটকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।
রবীন্দ্রনাথের ভীষণ ভক্ত পরী জানান, রবীন্দ্রনাথের গল্পে নির্মিত একটি সিনেমার নায়িকা হতে চান তিনি।