কন্টাক্টমিউজিক জানিয়েছে, পরিচালক-অভিনেতা জন ওয়েইনের এই ক্ল্যাসিক মুভির রিমেকে চিত্রনাট্যও লিখবেন টমি।
ওয়েবসাইট ভ্যারাইটির খবর অনুযায়ী, পরিচালক হিসেবে টমির এটি হবে তিন নম্বর সিনেমা। আর লেখক উইলিয়াম ডেল জেনিংসের উপন্যাসের কাহিনির উপর গড়ে ওঠা দ্য কাউবয়েজ সিনেমার চিত্রনাট্য নতুন করে লিখবেন তিনি।
১৯৭২ সালে মুক্তি পাওয়া দ্য কাউবয়েজ সিনেমাতে অভিনয় করেছিলেন জন ওয়েইন এবং ব্রুস ডার্ন। সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে একজন খামারমালিককে ঘিরে, যিনি অনেকটা বাধ্য হয়েই কয়েকজন নতুন লোককে কাউবয় হওয়ার প্রশিক্ষণ দেন।
২০০৫ সালে পরিচালনা শুরু করেন টমি,তার পরিচালিত প্রথম সিনেমা ছিল ওয়েস্টার্ন ফিল্ম ‘দ্য থ্রি ব্যারিয়ালস অফ ম্যালাকেদিস এস্ত্রাদা’। এরপর তিনি নির্মাণ করেন ‘দ্য হোমসমেন’। অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গে ড্রামা ধাঁচের এই সিনেমাতে অভিনয়ও করেছেন টমি।
‘দ্য হোমসমেন’ সিনেমাটি এখনও মুক্তির অপেক্ষায় আছে।