আবার মা হওয়ার গুঞ্জন উড়িয়ে বলিউড তারকা কারিনা কাপুর খান বলছেন, তিনি সন্তানসম্ভবা নন।
Published : 20 Jul 2022, 10:55 PM
ছুটি কাটাতে সাইফ আলি খান ও দুই ছেলেকে নিয়ে ইতালিতে অবস্থান করছেন কারিনা; এর মধ্যেই এমন গুঞ্জন ছড়ালে ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি খোলাসা করেছেন এ অভিনেত্রী।
ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন, “আমি প্রেগন্যান্ট নই। আর সাইফ বলেছে, সে দেশের জনসংখ্যা বৃদ্ধিতে এরই মধ্যে যথেষ্ট ভূমিকা রেখেছে।”
দৃশ্যত সেদিকে ইঙ্গিত করেই মজার ছলে জনসংখ্যার বৃদ্ধির উদাহরণ টেনেছেন কারিনা।
ইতালিতে যাওয়ার আগে পাতৌদি পরিবার লন্ডনে বেশ কয়েকটি দিন কাটিয়েছে। সেখানে ভারত ও ইংল্যান্ডের ক্রিকেট ম্যাচ উপভোগ করেছে, রোলিং স্টোনের কনসার্ট উপভোগ করেছে।
কারিনা অভিনীত ‘লাল সিং চড্ডা’ মুক্তি পাচ্ছে ১১ অগাস্ট; এতে তার বিপরীতে অভিনয় করেছেন আমির খান।