৬ জুলাই ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে অনুপমের গান গাইবার সম্ভাবনা আছে।
ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুরের পর তার সন্তানের জন্ম হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবজাতক ও তার মা সুস্থ আছেন।”
গত ২৭ জুন মেডিকেল কলেজটির স্ত্রীরোগ ও প্রসুতি বিভাগের প্রধান ডা. অঞ্জুমান আরা বেগমের অধীনে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ন্যানসি।
গত বছরের অগাস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়ে হয় ন্যানসির। এ দম্পতির সংসারের এই প্রথম সন্তান এল।
ন্যানসির এর আগের দুই সংসারে রোদেলা ও নায়লা নামে আরও দুই মেয়ে রয়েছে।