রাজ-পরীর সংসার ভাঙার ‘সিন্ডিকেট’, যে জবাব দিলেন সুনেরাহ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যানারে বুধবার ভোর থেকে সিলেটের গোয়াইনঘাট, লক্ষ্মীনগর এলাকায় আড়াই হাজার পরিবারের হাতে তারা ত্রাণ তুলে দিচ্ছেন বলে জানান সাইমন সাদিক।
সিলেট থেকে সাইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার পর্যন্ত দুর্গত এলাকায় সহায়তা চালিয়ে যেতে চান তারা।
“আমরা এসে মানুষের খুব খারাপ অবস্থা দেখছি, খাবারের জন্য হাহাকার করছেন মানুষ। সামাজিক দায়িত্ব থেকেই আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে এসেছি।”
এর আগে বন্যার্তদের সহায়তায় ৩০ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন অনন্ত জলিল, ত্রাণ তহবিল গঠন করেছেন চিত্রনায়ক শাকিব খান।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘তালাশ’ ও ‘অমানুষ’ সিনেমার টিকিট থেকে পাওয়া অর্থও বন্যাদুর্গতদের সহায়তায় দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচালকরা।