নিলামে রেকর্ড গড়ল ‘ব্যাক টু দ্য ফিউচার’র ভিএইচএস কপি
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 08:28 PM BdST Updated: 20 Jun 2022 08:28 PM BdST
-
ব্যাক টু দ্য ফিউচার সিনেমার ভিএইচএস টেপ। ছবি- সিএনএন
ভিডিও হোম সিস্টেম, সংক্ষেপে ভিএইচএস-এর সঙ্গে নতুন প্রজন্মের অনেকেরই হয়ত পরিচয় নেই। তবে যারা ভিএইচএস টেপের যুগ দেখেছেন তাদের অনেকের সুখস্মৃতি জড়িত। আর যদি স্মৃতিকাতর হয়ে পুরোনো ভিএইচএস টেপ কিনতে গিয়ে ৭৫ হাজার ডলার গুণতে হয়, সেটা খুব সস্তা স্মৃতি নয় নিশ্চয়ই।
নিলামে ভিএইচএস ভিডিও টেপ বিক্রির রেকর্ড গড়েছে আশির দশকের সাড়া জাগানো সিনেমা ব্যাক টু দ্য ফিউচার-এর ১৯৮৬ সালের একটি ভিডিও টেপ, যা সম্প্রতি বিক্রি হয়েছে ৭৫ হাজার ডলারে।
শনিবার সিএনএন জানায়, হলিউডে ‘কাল্ট’ তকমা পাওয়া সিনেমাটিতে বিফ ট্যানেন চরিত্রে অভিনয় করা টম উইলসন নিজের মালিকানাধীন এই ভিএইচএস ভিডিও ক্যাসেটটি নিলামে তোলেন।
টম উইলসন প্রথমে অনলাইনে পণ্য বেচাকেনার প্ল্যাটফরম ইবে-তে এই টেপটি বিক্রির জন্য নিলামে তোলেন। কিন্তু সেখানে আশাতীত সাড়া পাওয়ায় তিনি ইবে থেকে টেপটি সরিয়ে নেন। এরপর তিনি তার ভিডিও টেপটি যথাযথভাবে নিলামে বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের ডালাসে নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস-এর সঙ্গে যোগাযোগ করেন।
নিলামে বিক্রি হওয়া উইলসনের ভিএইচএস টেপগুলোর মধ্যে আছে ‘ব্যাক টু দ্য ফিউচার’ ট্রিলজির তিনটি সিনেমারই ভিএইচএস টেপ। এরমধ্যে আশির দশকে মুক্তি পাওয়া ‘ব্যাক টু দ্য ফিউচার ২’ ও ‘ব্যাক টু দ্য ফিউচার ৩’ এবং নব্বুইয়ের দশকে মুক্তি পাওয়া ‘ব্যাক টু দ্য ফিউচার’ এর টেপ রয়েছে। তবে এই সংগ্রহ বিশেষ সংগ্রহের মর্যাদা পাচ্ছে কারণ প্রতিটি টেপে টম উইলসনের অটোগ্রাফ এবং এই সেটের সঙ্গে তার লেখা একটি নোট পাবেন ক্রেতা।
হেরিটেজ অকশনস জানিয়েছে, নিউ ইয়র্কের একজন সংগ্রাহক ৭৫ হাজার ডলারে ‘ব্যাক টু দ্য ফিউচার’-এর ভিএইচএস টেপের কপি কিনেছেন, যা ‘ইতিহাসে একটি সিল করা গ্রেডেড ভিএইচ টেপের সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়েছে’।
এই নিলামঘর জানিয়েছে, সংগ্রাহকদের কাছে হঠাৎই ভিএইচএস টেপের কদর বেড়ে গেছে। আর এই সুযোগে ‘দ্য গুনিস’, ‘ঘোস্টবাস্টারস’ ও ‘জ’-এর মতো সিনেমাগুলোর ভিএইচএস টেপ বিক্রি করে ভালোই মুনাফা করছে তারা।
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
-
এক ভিলেন রিটার্নসের পোস্টারে জন আব্রাহাম ও দিশা পাটানি
-
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’
-
আমের জন্য মাধুরীর ভালোবাসা
-
এলো ‘কাইজার’র ট্রেইলার
-
তৃতীয় মেয়ের মা হলেন ন্যানসি
-
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র নতুন সিনেমায় নেই জনি ডেপ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?