আরও একবার বাবার হাত ধরতে চান কে কে তনয়া তামারা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 01:51 PM BdST Updated: 20 Jun 2022 01:51 PM BdST
‘বাবা দিবসে’ ছবি আর স্মৃতিকথায় বাবাকে খুঁজেছেন বলিউডের সদ্য প্রয়াত সংগীত শিল্পী কৃষ্ণকুমার কুনাথের মেয়ে তামারা।
হিন্দুস্তান টাইমস লিখেছে, জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস। দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে আবে আর স্মৃতির কথা লিখেছেন অনেকে। তামারাও শোক আর ভালোবাসায় লিখেছেন তার বাবার কথা।
ইনস্টাগ্রামে এক পোস্টে তামারা লিখেছেন, বাবাকে ছাড়া তার জীবন অন্ধকার।
‘তোমাকে এক সেকেন্ডের জন্য ফিরে পেতে একশবার তোমাকে হারানোর কষ্ট সহ্য করতে রাজি। আমি জানি তুমি এখানে আমাদের সাথে আছ, আরও একবার তোমার হাত ধরতে চাই।”
বাবার সঙ্গে কাটানো সময়, আড্ডা, গানবাজনা, লুকিয়ে রান্নাঘরে ঢুকে খাওয়া, হাসাহাসি- সবকিছুতেই বাবাকে মনে পড়ছে তার।
কে কে কন্যার বিশ্বাস, বাবার নিঃশর্ত ভালোবাসাই তাদের শক্তি। আর এই শক্তিই তাদের বাঁচিয়ে রেখেছে।

গত ১ জুন কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত কনসার্টে গান গাইতে এসে মৃত্যু হয় কৃষ্ণকুমার কুনাথের, বডিলউডে যাকে সবাই চিনত কে কে নামে।
গান করতে করতে মঞ্চেই ঘামছিলেন তিনি, কনসার্ট শেষে হোটেলে ফেরা মাত্র অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কে কের বয়স হয়েছিল ৫৪ বছর। এই গায়কের জন্ম দিল্লিতে, ১৯৬৮ সালে।
তিনি হিন্দি, বাংলা, তামিল, তেলেগুসহ নানা ভাষায় গাইতেন। ১৯৯৯ সালে তার গানের প্রথম অ্যালবাম প্রকাশ হলেও তার আগেই তিনি বলিউড সিনেমায় গান গেয়ে নাম কুড়ান। গানের জন্য পাঁচ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেন তিনি।
পুরনো খবর:
কলকাতায় কনসার্টের পর অসুস্থ, চলে গেলেন গায়ক কে কে
ভিড়ে ঠাসা মঞ্চে ঘামছিলেন কে কে, অপমৃত্যুর মামলা
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
-
এক ভিলেন রিটার্নসের পোস্টারে জন আব্রাহাম ও দিশা পাটানি
-
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’
-
আমের জন্য মাধুরীর ভালোবাসা
-
এলো ‘কাইজার’র ট্রেইলার
-
তৃতীয় মেয়ের মা হলেন ন্যানসি
-
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র নতুন সিনেমায় নেই জনি ডেপ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?