সুবহার মামলায় ইলিয়াসের বিচার শুরু

যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা মামলায় তার স্বামী গায়ক ইলিয়াস হোসাইনকে পলাতক দেখিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2022, 04:00 PM
Updated : 19 June 2022, 04:00 PM

ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম রোববার এ মামলায় ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার দুপক্ষই শুনানিতে অনুপস্থিত ছিলেন। বিচারক আগামী ২৪ জুলাই সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করে দিয়েছেন।

এর আগে গত ২২ মার্চ ইলিয়াস হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এ আদালত।

শাহ হুমায়রা হোসেন সুবহা গত ৩ জানুয়ারি বনানী থানায় মামলাটি করেন। তদন্ত শেষে গত ২২ ফেব্রুয়ারি ইলিয়াসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তেজগাঁও নারী সহায়তা ও তদন্ত বিভাগের এসআই মাছুমা আফ্রাদ।

মামলার বিবরণে বলা হয়, গত ১ ডিসেম্বর বিয়ের সময় তার পরিবারের পক্ষ থেকে ইলিয়াসকে ১২ লাখ টাকার রোলেক্স ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেওয়া হয়। কিন্তু সুবহার কাছে ফ্ল্যাট কেনার জন্য ৫০ লাখ এবং গাড়ির জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী।  

এরপর গত ৯ ডিসেম্বর ‘ইউটিউব চ্যানেল কেনার জন্য’ সুবহার মায়ের কাছে আরও ১০ লাখ টাকা যৌতুক দাবি করলে তাকে আড়াই লাখ টাকা দেয় বলে এজাহারে দাবি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ফ্ল্যাট ও গাড়ি কেনার জন্য ৮০ লাখ টাকার দাবিতে ইলিয়াস চাপ দিলে ২৭ ডিসেম্বর ঝগড়া হয়। সেই রাতে সুবহাকে ‘শারীরিক নির্যাতন’ করেন ইলিয়াস।

পরদিন তিনি আবারও টাকা দাবি করেন এবং তাতে অস্বীকৃতি জানালে সুবহাকে ‘কিল-ঘুষি-লাথি মেরে এবং চুলের মুঠি ধরে মাথা দেয়ালে ঠুকে জখম’ করেন, পরে ব্যথার ওষুধ বলে সুবহাকে ঘুমের ওষুধ খাওয়ান বলে অভিযোগ করা হয়েছে।