অ্যাম্বার হার্ডের কান্না মেকি ঠেকেছিল এক জুরির কাছে
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2022 02:48 PM BdST Updated: 18 Jun 2022 02:48 PM BdST
-
যুক্তরাষ্ট্রের আদালতে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন অ্যাম্বার হার্ড। ফাইল ছবি: রয়টার্স
আদালতে চোখের জলে বুক ভাসিয়ে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছিলেন অ্যাম্বার হার্ড। কিন্তু আদালতের রায় তার বিপক্ষেই গেছে।
এই অভিনেত্রীর সেই কান্না মেকি ঠেকেছিল বলে এক জুরি জানিয়েছেন। তার ভাষায়, সেটা ছিল ‘কুম্ভীরাশ্রু’।
গত বৃহস্পতিবার এবিসি টিভির ‘গুড মর্নিং আমেরিকা’ শোতে সেই জুরি মুখ খোলার কথা এসেছে এনডিটিভিতে।
২০১৫ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপের সঙ্গে ঘর বেঁধেছিলেন অ্যাকুয়াম্যান তারকা হার্ড। কিন্তু তাদের দাম্পত্যের ইতি দুই বছরের মধ্যেই ঘটে।
এরপর ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে নিজেকে পারিবারিক সহিংসতার শিকার হিসেবে তুলে ধরেন হার্ড। তাতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ডেপ। তার পাল্টায় ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন হার্ড।
সেই মামলার রায়ে গত ১ জুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আদালত সিদ্ধান্ত দেয়, পত্রিকায় নিবন্ধ লিখে জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে তার মানহানি ঘটিয়েছেন অ্যাম্বার হার্ড। মানহানির ক্ষতিপূরণ হিসেবে ডেপকে এক কোটি তিন লাখ ডলার দিতে হবে হার্ডকে। তবে ক্ষতিপূরণ হিসেবে হার্ডও পাবেন ২০ লাখ ডলার।
সেই রায় দেওয়া জুরিদের একজন ‘গুড মর্নিং আমেরিকা’ শোতে বলেন, শুনানিতে হার্ডের অভিব্যক্তি তাদের জন্য অস্বস্তিকর ছিল।
নাম প্রকাশ না করার শর্তে ওই বিচারক বলেন, “আমরা অস্বস্তিতে পড়তাম, কারণ তিনি (হার্ড) একটি প্রশ্নের উত্তর দেবেন আর কাঁদবেন। দুই সেকেন্ড পর তিনি আবার জমে বরফ হয়ে যাবেন।
“আমাদের মধ্যে কেউ কেউ তার সেই কান্নাকাটিকে ‘কুম্ভীরাশ্রু’ বলে আখ্যায়িতও করেন।
তিনি আরও বলেন, সাক্ষ্যে আম্বার হার্ডের বক্তব্য ‘বিশ্বাসযোগ্য হয়নি’। অন্যদিকে জনি ডেপের কথাবার্তা, অভিব্যক্তির মধ্যে বাস্তবতা খুঁজে পাওয়া গিয়েছিল।
সোশাল মিডিয়াকে দুষলেন অ্যাম্বার হার্ড
যুক্তরাজ্যে জনি ডেপের হার কেন জয় হয়ে ফিরল যুক্তরাষ্ট্রে?
জনি ডেপের ‘মানহানি’ করেছেন অ্যাম্বার হার্ড, সিদ্ধান্ত দিলেন জুরিরা
১০০ ঘণ্টায় শেষ হল হার্ড-ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ
কীভাবে জনি ডেপের ‘চড় খেতে’ হয়েছিল, আদালতে বললেন অ্যাম্বার হার্ড

আদালতের রায়ের পর অ্যাম্বার হার্ড এক সাক্ষাৎকারে বলেছিলেন, “সাড়ে ৩ সপ্তাহের বিচারে তারা (জুরি) কীভাবে বুঝে গেলেন যে আমার কথা বিশ্বাসযোগ্য নয়, আমার মুখের একটি কথাও সত্য নয়।”
সাত জুরি কী দেখে রায় দিয়েছেন, তা তার কাছে বোধগম্য বলেও মন্তব্য করেছিলেন হার্ড।
“আমি তাদের দোষ দিচ্ছি না। আমি বুঝতে পারছি। সে (জনি ডেপ) সবার প্রিয় একটি চরিত্র। আর সবাই মনে করে, তাকে তারা জানে। সে খুব চমৎকার একজন অভিনেতা।”
এনবিসি টেলিভিশনে দেওয়া এই সাক্ষাৎকারের জন্য অ্যাম্বার হার্ড নিজের জন্য নতুন মামলার ঝুঁকি তৈরি করলেন বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডেপ তার গায়ে হাতে তুলেছিলেন’- একথাটি বলার জন্য ডেপ চাইলে আবারও তার নামে মামলা ঠুকে দিতে পারেন।
নিউ ইয়র্কের আইনজীবী নিকোল হাফ একটি সাক্ষাৎকারে বলেন, হার্ডের ওই মন্তব্য তাকে আবারও আদালতকক্ষে ফিরিয়ে নিতে পারে। ডেপ চাইলেও হার্ডের নামে তৃতীয় মামলা ঠুকে দিতে পারেন।
তবে এই আইজীবী মনে করেন, হার্ডের বিরুদ্ধে এই মুহূর্তে আরেকটি মামলা করা জনি ডেপের উচিত হবে না। কারণ হার্ড নাজুক অবস্থায় আছে, এই অভিনেত্রীর আইনজীবীরা ইতোমধ্যে জানিয়েও দিয়েছেন, তার মক্কেল ক্ষতিপূরণের টাকা দিতে সক্ষম নন।
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
-
এক ভিলেন রিটার্নসের পোস্টারে জন আব্রাহাম ও দিশা পাটানি
-
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’
-
আমের জন্য মাধুরীর ভালোবাসা
-
এলো ‘কাইজার’র ট্রেইলার
-
তৃতীয় মেয়ের মা হলেন ন্যানসি
-
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’র নতুন সিনেমায় নেই জনি ডেপ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?