একই দিনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দর্শকদের সামনে দুই সিনেমা নিয়ে বড়পর্দায় আসছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
Published : 16 Jun 2022, 07:07 PM
অনন্য মামুনের পরিচালনায় মিথিলার প্রথম বাংলাদেশি সিনেমা ‘অমানুষ’ ও পশ্চিমবঙ্গের নির্মাতা শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ মুক্তি পাবে শুক্রবার।
দুই সিনেমা নিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো বড়পর্দায় এলেও এই মুহূর্তে তানজানিয়ায় অবস্থান করায় হলে বসে নিজের সিনেমা দেখতে পারছেন না এ অভিনেত্রী; সেই কারণে নিজের মনখারাপের কথা জানিয়েছেন ফেইসবুকে দেওয়া ভিডিও বার্তায়।
‘অমানুষ’ সিনেমায় নুদরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে; যিনি দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকেন।
সিনেমাটি ঢাকাসহ দেশজুড়ে ৪১টি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
মিথিলা ছাড়াও নিরব, নওশাবা, মিশা সওদাগর, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে অভিনয় করেছেন।
‘আয় খুকু আয়’ সিনেমায় প্রসেনজিত চট্টোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা।