টিকটকে জনি ডেপ, ফলোয়ারের বন্যা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jun 2022 02:46 PM BdST Updated: 10 Jun 2022 02:46 PM BdST
-
জনি ডেপ
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম 'টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' তারকা জনি ডেপ; ৩০ লাখের বেশি ফলোয়ার তিনি পেয়ে গেছেন মাত্র ২৪ ঘণ্টায়।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আনা মানহানি মামলায় জয়ী হওয়ার পর গত সপ্তাহে টিকটকে আসেন ৫৮ বছর বয়সী অভিনেতা ডেপ।
পরে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, টিকটকে সেই ভিডিও তিনি উৎসর্গ করেছেন ভক্তদের। ‘নিরবচ্ছিন্ন’ সমর্থন দিয়ে যাওয়ায় ভক্ত সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন।
হার্ডের বিরুদ্ধে মামলার শুনানি চলার সময় আদালতের বাইরে ভক্তদের অপেক্ষা করার দৃশ্য এসেছে ওই ভিডিওতে। সেখানে দেখা যায়, ভক্তরা তাদের প্রিয় অভিনেতার সমর্থনে নানা কথা লেখা ব্যানার ধরে আছেন, জনি ডেপ তাদের উদ্দেশে হাত নাড়ছেন।
অভিনয়ে আসার আগে গান গাইতেন জনি ডেপ, সেই চর্চা এখনও ছাড়েননি। মামলার শুনানির শেষ দিকে যুক্তরাজ্যে বন্ধু জেফ বেকের সঙ্গে একটি কনসার্টেও তিনি পারফর্ম করেন। সেই ভিডিও তিনি টিকটকে শেয়ার করেছেন আরেকটি ক্লিপে। গানের অনুশীলন এবং গান নিয়ে অন্যান্য কাজের কিছু মুহূর্তও প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও ক্যাপশনে জনি ডেপ লিখেছেন, “এটা আমার সমস্ত ভক্তদের উদ্দেশ্যে। আমরা সবসময় একসাথে থেকেছি, সবকিছু একসাথে করেছি, একপথে হেঁটেছি। আমরা একসাথে সঠিক কাজগুলো করতে পেরেছি, কেবলমাত্র ভক্তরা আমার পাশে ছিল।"
বিচ্ছেদের পর পত্রিকায় নিবন্ধ লিখে হলিউড তারকা অ্যাম্বার হার্ড নির্যাতনের অভিযোগ করেছিলেন জনি ডেপের বিরুদ্ধে। তাতে তিনি ‘মানহানি ঘটিয়েছেন’ বলে অভিযোগ ছিল ডেপের।
গত ২ জুন যুক্তরাষ্ট্রের একটি জুরি আদালত সিদ্ধান্ত দেয়, পরস্পরের মানহানি তারা দুজনই করেছেন। সেজন্য ক্ষতিপূরণ হিসেবে ডেপকে এক কোটি তিন লাখ ডলার দিতে হবে হার্ডকে। আর ক্ষতিপূরণ হিসেবে হার্ড পাবেন ২০ লাখ ডলার।
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর