ডেপ-হার্ড, দুজনের মঙ্গল কামনা করলেন ইলন মাস্ক
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2022 08:35 PM BdST Updated: 28 May 2022 08:35 PM BdST
-
আদালতে শুনানিতে জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। ছবি: রয়টার্স
জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মামলায় যখন রায়ের পর্যায়ে পৌঁছল, তখন দুজনের মঙ্গল কামনা করলেন ধনকুবের ইলন মাস্ক।
জনি ডেপের সঙ্গে দাম্পত্য সম্পর্কের মধ্যেই হার্ডের সঙ্গে ইলন মাস্কের প্রেম হলিউডে বেশ চর্চিত একটি বিষয়। দুই তারকার মামলায়ও ঘটনাটি এসেছে।
‘পাইরেট’ ডেপ এবং অ্যাকুয়াম্যান তারকা হার্ড ২০১৫ সালে ঘর বাঁধলেও দুই বছরের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে।
এরপর ১৯১৮ সালে ওয়াশিংটন পোস্টে এক কলামে নিজেকে পারিবারিক সহিংসতার শিকার হিসেবে তুলে ধরেন অ্যাম্বার হার্ড।
তাতে ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেন ডেপ। তার পাল্টায় ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা মামলা করেন হার্ড।
ভার্জিনিয়ার আদালতে সাত সপ্তাহে ১০০ ঘণ্টাকাল শুনানিতে এই মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে।
বৃহস্পতিবার জুরিরা তাদের বক্তব্য উপস্থাপন শুরুর পরদিন একটি টুইটের জবাবে এই মামলা নিয়ে কথা বলেন টেসলা আর স্পেসএক্স কর্ণধার ইলন।

ইলন মাস্ক। ছবি: রয়টার্স
তিনি লিখেছেন, “আমি আশা করছি, তারা দুজনই সামনে এগিয়ে যাবে। তাদের প্রতি শুভকামনা রইল। তারা দুজনই অসাধারণ!”
এই মামলায় জনি ডেডের একটি টেক্সট মেসেজ প্রকাশ্য হয়, যাতে তিনি বলেছিলেন, “সে আমার সামনে আসু, তাকে এমন শিক্ষা দেব যে জীবনে তেমনটি আগে কখনও দেখেনি।”
বলা হচ্ছে, স্ত্রী হার্ডের সঙ্গে ইলন মাস্কের প্রেমের খবর শুনে এই মেসেজটি আরেকজনকে পাঠিয়েছিলেন ডেপ।
কীভাবে জনি ডেপের ‘চড় খেতে’ হয়েছিল, আদালতে বললেন অ্যাম্বার হার্ড
-
পরম-স্বস্তিকার বাম-কংগ্রেস রাজনীতি নিয়ে ‘শিবপুর’
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
-
এক ভিলেন রিটার্নসের পোস্টারে জন আব্রাহাম ও দিশা পাটানি
-
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’
-
আমের জন্য মাধুরীর ভালোবাসা
-
এলো ‘কাইজার’র ট্রেইলার
-
তৃতীয় মেয়ের মা হলেন ন্যানসি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- বড় ভাইয়ের মৃত্যু: প্যারোলে মুক্ত হাজী সেলিম