মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে শিরোনামহীনের কনসার্ট পেছাল
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 08:02 PM BdST Updated: 25 May 2022 08:02 PM BdST
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সদস্যদে ভিসা জটিলতার কারণে দলটির সঙ্গে শিরোনামহীনের ‘দ্য অনলি হেডলাইনার’ কনসার্টের পেছানো হয়েছে।
রক ব্যান্ড শিরোনামহীনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ২৬ মে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ কনসার্ট আয়োজনের কথা ছিল; আগামী ৮ সেপ্টেম্বর কনসার্টটি হবে বলে জানান শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য, গীতিকার, সুরকার ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া।
বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিসা জটিলতায় মুম্বাই সিস্ফনি অর্কেস্ট্রার সদস্যরা নির্ধারিত সময়ে ঢাকায় আসতে পারছেন না। সবার শিডিউল মিলিয়ে বড় আয়োজনে সেপ্টেম্বরে কনসার্টটি আয়োজন করা হবে।
এর আগে প্রথমবারের মতো কলকাতায় কনসার্ট করবে শিরোনামহীন।
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ২১ মে থেকে ২৯ মে পর্যন্ত নয় দিনব্যাপী কনসার্ট শুরু হয়েছে। পুরো আয়োজনে শেষ দিনে পারফর্ম করবে শিরোনামহীন। একই আয়োজনে ‘জলের গান’ও গান পরিবেশন করবে।
কনসার্টে যোগ দিতে ২৯ মে সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শিরোনামহীনের সদস্যর; ফিরবেন ৩১ মে।
সম্প্রতি শিরোনামহীন ব্যান্ডের নতুন গান ‘পারফিউম’ প্রকাশ হয়েছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান। ভিডিওর গল্প এবং পরিচালনাও করেছেন তিনি।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং