বাংলাদেশে ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন মীম
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2022 05:56 PM BdST Updated: 19 May 2022 05:56 PM BdST
জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমকে বাংলাদেশে শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করেছে ইউনিসেফ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরেছেন এ অভিনত্রী।
লিখিত বক্তব্যে মীম বলেন, “সারাদেশে শিশুদের জন্য, তাদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে, ইউনিসেফ আমাদের সঙ্গে আছে। আমি দীর্ঘদিন ধরে শিশুদের জন্য ইউনিসেফের কাজে মুগ্ধ। প্রতিটি শিশুর অধিকার প্রতিষ্ঠায় সেই কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।”
শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগের আগে গত দুই বছর করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করেছেন মীম।
জীবন বাঁচাতে টিকার গুরুত্বপূর্ণ অবদান, টিকাদান সেবায় আরও বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরতে বৈশ্বিক আহ্বানে মীম কণ্ঠ মিলিয়েছেন বলে জানিয়েছে ইউনিসেফ।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পাওয়ার পর শিশু ও নারীদের অধিকারের জন্য সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন তিনি।

অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীমকে বাংলাদেশে নিজেদের শুভেচ্ছা দূত ঘোষণা করেছে ইউনিসেফ। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে জাতিসংঘ সংস্থাটির সঙ্গে বাংলাদেশি এই অভিনেত্রীর এই সংক্রান্ত চুক্তি সই হয়। ছবি: মাহমুদ জামান অভি
চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট।
তিনি বলেন, “মীম তার অসীম প্রাণশক্তি ও উদ্যম এবং বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শিশু ও নারীদের সুরক্ষিত রাখার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মীমকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত এবং প্রতিটি শিশুর অধিকার ও সার্বিক কল্যাণের জন্য তার সঙ্গে কাজ করতে আমরা উন্মুখ।”
মিম ছাড়াও বাংলাদেশে ইউনিসেফের জাতীয় দূত হিসেবে আরিফা পারভিন জামান মৌসুমী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জুয়েল আইচ এবং বাংলাদেশে ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে রাবা খান যুক্ত আছেন।
-
মির্চি ছেড়ে যা ‘মিস’ করছেন মীর
-
পরম-স্বস্তিকার বাম-কংগ্রেস রাজনীতি নিয়ে ‘শিবপুর’
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
-
এক ভিলেন রিটার্নসের পোস্টারে জন আব্রাহাম ও দিশা পাটানি
-
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’
-
আমের জন্য মাধুরীর ভালোবাসা
-
এলো ‘কাইজার’র ট্রেইলার
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- মুকুল বোস মারা গেছেন
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩