দুই সিনেমা নিয়ে কানের মার্শে দ্যু ফিল্মে গেলেন অনন্ত-বর্ষা
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 May 2022 05:22 PM BdST Updated: 17 May 2022 05:22 PM BdST
-
কান সৈকতে অনন্ত জলিল ও বর্ষা। ছবি: অনন্ত জলিলের সৌজন্যে।
নিজেদের প্রযোজনায় নির্মিত দুই সিনেমা নিয়ে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে গেলেন ঢাকাই সিনেমার তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা।
ফ্রান্স থেকে অনন্ত জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯ মে মার্শে দ্যু ফিল্মে ‘দিন: দ্য ডে’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার ট্রেইলার দেখানো হবে।
এ আয়োজনে অংশ নিতে সোমবার ঢাকা ছেড়েছেন এ জুটি; সিনেমার ট্রেইলার প্রদর্শনের ফাঁকে বিভিন্ন দেশের পরিবেশক ও প্রযোজকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘দিন: দ্য ডে’ সিনেমা প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন অনন্ত জলিল। তার বিপরীতে অভিনয় করেছেন বর্ষা।
সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের পরিচালক মুর্তজা অতাশ জমজম।
অনন্ত জলিল জানান, কোরবানী ঈদে সিনেমাটি দেশের সিনেমা হলে মুক্তি পাবে।
বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমায়ও জুটি বেঁধেছেন অনন্ত জলিল ও বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব।
অনন্ত-বর্ষার দুই সিনেমা ছাড়াও বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমারও ট্রেইলার প্রদর্শন করা হবে মার্শে দ্যু ফিল্মে।
সেই আয়োজনে যোগ দিতে মঙ্গলবার ফ্রান্সে উড়াল দিচ্ছেন সিনেমার দুই অভিনয়শিল্পী অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সিনেমাটি পরিচালনা করেন শ্যাম বেনেগাল।
বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রযোজক, পরিচালক, পরিবেশক ও কলাকুশলীরা যোগ দেন। বিভিন্ন সিনেমার প্রযোজনা, পরিবেশনা ও নির্মাণ বিষয়ে মতবিনিময় করেন।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং