ঢাকায় পর্বত জয়ের চলচ্চিত্র উৎসব

পর্বতারোহন বিষয়ক বিশ্বখ্যাত চলচ্চিত্র নিয়ে ঢাকায় বসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2022, 12:25 PM
Updated : 16 May 2022, 12:42 PM

কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টারের আয়োজনে ২৭ মে বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ উৎসবের উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাত ৮টা পর্যন্ত পর্বতারোহন, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ অ্যাডভেঞ্চার বিষয়ক বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আযোজনে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।

প্রতিবছরের মতো বাংলাদেশে এ উৎসব আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবি সংগঠন কেওক্রাডং বাংলাদেশ।

ব্যানফ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক ক্যাসি দে কলিংয়ের ‘প্রেসিয়াস লিডার ওম্যান’, পরিচালক স্টেফান আগের ও আন্দ্রেয়াস গুমপেনবার্গের ‘ইনসাইড আ হোল নিউ স্কি একপেরিয়েন্স’, পরিচালক জাচারী বাড়, জোশ লোয়েলের ‘রিল রক ১৫: অ্যাকশন ডাইরেক্ট’সহ মোট ১১ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

১৯৭৬ সাল থেকে চলে আসা এ উৎসবের প্রতিবছর আসর বসে বিশ্বের ৪০টি দেশের প্রায় ৮০০টি শহরে।

উৎসবটি সবার জন্য উন্মুক্ত; এতে অংশ নিতে এই ঠিকানায় (https://www.eventbrite.com/e/banff-mountain-film-festival-world-tour-2022-registration-322967974907)

 নিবন্ধন করতে হবে।