ঢাকায় পর্বত জয়ের চলচ্চিত্র উৎসব
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2022 06:25 PM BdST Updated: 27 May 2022 08:55 PM BdST
পর্বতারোহন বিষয়ক বিশ্বখ্যাত চলচ্চিত্র নিয়ে ঢাকায় বসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘ব্যানফ মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল’।
কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টারের আয়োজনে ২৭ মে বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ উৎসবের উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাত ৮টা পর্যন্ত পর্বতারোহন, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ অ্যাডভেঞ্চার বিষয়ক বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
প্রতিবছরের মতো বাংলাদেশে এ উৎসব আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ।
প্রতিবছরের মতো বাংলাদেশে এ উৎসব আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে স্বেচ্ছাসেবি সংগঠন কেওক্রাডং বাংলাদেশ।
ব্যানফ চলচ্চিত্র পুরস্কার বিজয়ী পরিচালক ক্যাসি দে কলিংয়ের ‘প্রেসিয়াস লিডার ওম্যান’, পরিচালক স্টেফান আগের ও আন্দ্রেয়াস গুমপেনবার্গের ‘ইনসাইড আ হোল নিউ স্কি একপেরিয়েন্স’, পরিচালক জাচারী বাড়, জোশ লোয়েলের ‘রিল রক ১৫: অ্যাকশন ডাইরেক্ট’সহ মোট ১১ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
১৯৭৬ সাল থেকে চলে আসা এ উৎসবের প্রতিবছর আসর বসে বিশ্বের ৪০টি দেশের প্রায় ৮০০টি শহরে।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত; এতে অংশ নিতে এই ঠিকানায় (https://www.eventbrite.com/e/banff-mountain-film-festival-world-tour-2022-registration-322967974907)
নিবন্ধন করতে হবে।
-
এক সিনেমায় দুই খান?
-
মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন গিটারিস্ট কার্লোস সান্তানা
-
জুটি বাঁধলেন সালমান মুক্তাদির-হিমি
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে