সালমান খানের আরেক ভাইর সংসারও ভাঙল
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2022 10:08 AM BdST Updated: 14 May 2022 10:11 AM BdST
-
সোহেল খান ও সীমা সচদেব।
আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার বিচ্ছেদ ক’বছর আগেই ঘটেছিল, এবার সংসার ভাঙল সালমান খানের আরেক ভাই সোহেল খানের।
দাম্পত্যের অবসান ঘটাতে শুক্রবার সোহেল খান ও সীমা খান মুম্বাইয়ের পারিবারিক আদালতে আবেদন জমা দিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
তাদের দুজনকে আলাদাভাবে পারিবারিক আদালত থেকে বেরিয়ে যেতে দেখেছেন অনেকেই।
পরিবারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতের সংবাদপত্রটি জানিয়েছে, “সোহেল ও সীমা একসঙ্গে আদালতে উপস্থিত হয়েছিলেন। তারা বিচ্ছেদের আবেদন জমা দিয়েছেন। তবে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রয়েছে।”
মুম্বাইয়ের পারিবারিক আদালতে চতুর্থ তলায় বিচারকের সামনে আবেদন নিয়ে উপস্থিত হন সোহেল-সীমা। তাদের আবেদন গ্রহণ করে প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন বিচারক।
তবে বিচ্ছেদ নিয়ে সোহেল কিংবা সীমা কেউ এখনও মুখ খোলেননি।
বলিউডের তারকা কাহিনীকার সেলিম খানের তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট সোহেল। ১৯৯৮ সালে তিনি বিয়ে করেন সীমা সচদেবকে। এই দম্পতির দুই সন্তান রয়েছে।
২০১৭ সাল থেকেই সীমা ও সোহেল আলাদা ছাদের নিচে থাকছেন, তখন থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন রটছিল।
খান পরিবারের সোহেল ১৯৯৭ সালে আউজার সিনেমা নির্মাণ করে বলিউডে আনুষ্ঠানিকভাবে পা রাখেন। এরপর আরও ছয়টি সিনেমা নির্মাণ করলেও হিট হয়নি কোনোটি।
১৯৯৮ সাল থেকে গোটা বিশেক সিনেমায় অভিনয় করলেও সুপারস্টার বড় ভাই সালমানের ছায়া হয়েই থেকেছেন সোহেল। প্রযোজনাও করেছেন কয়েকটি সিনেমা, সেখানেও অবস্থা একই।
৫১ বছর বয়সী সোহেলের বড় ভাই ৫৪ বছর বয়সী আরবাজ খানের সঙ্গে তার স্ত্রী মালাইকার বিচ্ছেদ হয় ২০১৭ সালে। তারাও বিয়ে করেছিলেন ১৯৯৮ সালে।
তাদের বোন আলভিরা খান বলিউড অভিনেতা অতুল অগ্নিহোত্রীর সঙ্গে ১৯৯৬ সাল থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ আছেন। তাদের দুই সন্তান রয়েছে।
তাদের সবার বড় ভাই সালমান খান ৫৬ বছর পেরোলেও এখনও কুমারই রয়েছেন।
-
অথচ মাধুরী চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট হতে
-
অ্যান্ড্রু সাইমন্ডস: ছিলেন এক বলিউড সিনেমাতেও
-
যুদ্ধের মধ্যে ইউরোভিশন জয় ইউক্রেইনের
-
আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত নুহাশের ‘মশারি’
-
মোশাররফ করিম ও মিমের নাটক ‘মনের মানুষ’
-
পরীমনির সমুদ্রস্নান
-
সালমান খানের আরেক ভাইর সংসারও ভাঙল
-
প্রিয়াঙ্কার রেস্তোরাঁয় ক্যাটরিনা
সর্বাধিক পঠিত
- সিটির হোঁচটে লিভারপুলের আশার পালে দোলা
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- ‘অস্ট্রেলিয়া হারাল আরেক নায়ককে’
- শ্রীলংকায় ফের সংগঠিত হচ্ছে তামিল টাইগাররা, গোয়েন্দাদের সতর্কবার্তা
- মেসি-এমবাপের নৈপুণ্যে পিএসজির বড় জয়
- সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে
- পি কে হালদারের জের টানছে সেই প্রতিষ্ঠানগুলো
- সড়ক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু
- তাজমহলের সেই বন্ধ কক্ষগুলোর রহস্য কী?
- পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী