বশীর আহমেদ সুজনের প্রদর্শনী ‘দাঁড়াও, ঢাকা’

আলোকচিত্রী বশির আহমেদ সুজনের একক প্যানোরমিক আলোকচিত্র প্রদর্শনী ‘দাঁড়াও, ঢাকা’ শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2022, 04:15 PM
Updated : 12 May 2022, 04:15 PM

শুক্রবার বিকাল ৫টায় আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকারলা গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। একই শিরোনামে তার একটি আলোকচিত্রের বইয়েরও মোড়ক উন্মোচন করা হবে।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলোকচিত্রী নাসির আলী মামুন।

বই ও প্রদর্শনীর আলোকচিত্রগুলো ২০০৬ থেকে ২০১৫ সালের মধ্যে ঢাকার রাস্তায় তোলা হয়েছে। পাশাপাশি করোনাভাইরাস মহামারীর মধ্যেও তোলা কয়েকটি ছবিও প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রদর্শনীটি শুক্রবার থেকে ২১ মে ২০২২ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। লা গ্যালারি সোমবার থেকে শনিবার (রবিবার বন্ধ) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

আমিরুল রাজিব ও নাঈম ঊল হাসান ‘দাঁড়াও, ঢাকা’ প্রদর্শনীর কিউরেটর এবং বইয়ের সম্পাদক।

উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে আরও থাকবেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা'র পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁ ও স্থপতি নুরুর রহমান খান। 

ঢাকার আলোকচিত্রী সুজন প্রায় দুই যুগ ধরে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন।