জামালপুরে ‘গলুই’ দেখার ‘পথ খুলেছে’
গ্লিটজ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2022 07:22 PM BdST Updated: 10 May 2022 07:24 PM BdST
প্রেক্ষাগৃহহীন জামালপুর শহরে বিকল্প ব্যবস্থায় ‘গলুই’ সিনেমার প্রদর্শনীতে বাধা দেওয়ার ঘটনায় তুমুল সমালোচনার মধ্যে চার মিলনায়তনে প্রদর্শনী চালিয়ে যাওয়ার ‘মৌখিক অনুমতি’ পাওয়ার কথা জানালেন নির্মাতা এস এ হক অলিক।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর থেকে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান সিনেমাটি প্রদর্শনের জন্য ‘মৌখিকভাবে অনুমতি’ দিয়েছেন।
জামালপুর শিল্পকলা একাডেমি, ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম, মির্জা আজম অডিটোরিয়াম ও মাদারগঞ্জের নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়ামে ঈদের দিন থেকে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার প্রদর্শনী চলছিল।
প্রদর্শনী চলাকালে জেলা প্রশাসনের তরফ থেকে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন সিনেমার নির্মাতা ও প্রযোজক।
শত বছরের পুরানো সিনেমাটোগ্রাফ আইন দেখিয়ে জেলা প্রশাসন জানিয়েছে, সিনেমা হলে সিনেমা প্রদর্শনে কোনো বাধা নেই; তবে মিলনায়তনে বাণিজ্যিক সিনেমা প্রদর্শন করা যাবে না।
‘গলুই’ নিয়ে সোচ্চার নির্মাতা, অভিনয়শিল্পীরা
বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে সোশাল মিডিয়ায়; ঢাকাই সিনেমার নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতিবাদের মধ্যেই অনুমতি পাওয়ার কথা জানালেন অলিক।
তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান অনুমতি বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।
ইসলামপুরের ইউএনও তানভীর হাসান রুমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার কথা শুনেছি; যদি বিষয়টি সেরকম হয় তাহলে সিনেমাটির প্রদর্শনে আর কোনো বাধা থাকবে না।”
বিষয়টি নিয়ে জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে সোমবার শত বছরের পুরানো সিনেমাটোগ্রাফ আইন দেখিয়ে জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, মিলনায়তনে বাণিজ্যিক সিনেমা প্রদর্শন করা যাবে না।
সেই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনুমতি আনলে মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনীতে কোনো বাধা থাকবে না বলেও জানিয়েছিলেন জেলা প্রশাসক।
তার পরদিনই মৌখিক অনুমতির খবর প্রকাশ্যে এলো; মিলনায়তনে সিনেমা প্রদর্শনের নির্দেশনাও মৌখিকভাবে দেওয়া হয়েছিল। চালুর নির্দেশনাও একইভাবে দেওয়া হয়েছে বলে জানান অলিক।
কবে থেকে গলুই প্রদর্শন করবেন?-এমন প্রশ্নের জবাবে অলিক জানান, বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে মিলনায়তনগুলোতে প্রদর্শনী চালু করতে চান; বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এবার ঈদে দেশজুড়ে ৩০টির মতো সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘গলুই’; জামালপুরেই বিভিন্ন এলাকায় এ সিনেমার দৃশ্যধারণ হয়েছে। এতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান।
২০২০-২১ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত এ সিনেমায় শাকিব খান ছাড়াও পূজা চেরী, আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরীসহ আরও অনেকে অভিনয় করেছেন।
-
অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে কী কথা হল, জানালেন অনন্ত জলিল
-
কানের লাল গালিচায় সুলতান সুলেমানের ‘হুররাম’
-
ঢাকায় আসছেন শিল্পা শেঠি
-
আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের কাজ করছেন নুহাশ হুমায়ূন
-
মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
-
বিরাট কোহলির কাছে ব্যাটিং শিখছেন আনুশকা
-
দুই সিনেমা নিয়ে কানের মার্শে দ্যু ফিল্মে গেলেন অনন্ত-বর্ষা
-
এক মঞ্চে আসছে ৮ রক ব্যান্ড
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ