এ আর রহমানের মেয়ের বিয়ে
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2022 07:43 PM BdST Updated: 06 May 2022 07:43 PM BdST
-
মেয়ে খাতিজা রহমানের বিয়ের ছবি ইস্টাগ্রামে পোস্ট করেছেন এ আর রহমান
ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে ছোট মেয়ে খাতিজা রহমানের বিয়ের খবর দিলেন ভারতীয় সংগীত পরিচালক, সুরকার এ আর রহমান।
অস্কারজয়ী এ সংগীত তারকা ছবিটি শেয়ার করে লিখেছেন, “সর্বশক্তিমান যেন এই দম্পতির মঙ্গল করেন... ।"
এনডিটিভি জানিয়েছে, এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান বিয়ে করেছেন তার প্রেমিক অডিও ইঞ্জিনিয়ার রিয়াসদিন শেষ মোহাম্মদকে। খাতিজা তার বাবার মতই একজন সংগীত শিল্পী। 'রক এ বাই বেবি'সহ কয়েকটি গান করেছেন তিনি।
বিয়ের অনুষ্ঠানের পারিবারিক একটি ছবির এক পাশে এ আর রহামনের প্রয়াত মায়ের একটি পোর্ট্রেটও রাখা দেখা গেছে।
ওই ছবিতে কনের সাজে সোফায় বসে খাতিজা, পাশে বর বেশে রিয়াসদিন। পেছনে এ আর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা দাঁড়িয়ে।
রিয়াসদিনের সঙ্গে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন খাতিজা। সেখানে তিনি লিখেছেন, "আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত দিন আজ। বিয়ে হল আমার মনের মানুষ রিয়াসদিনের সঙ্গে।”
এ আর রহমানের পোস্টে মন্তব্যের অংশে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি লিখেছেন, “ঈশ্বর এই দম্পতির মঙ্গল করুন।"
চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর লিখেছেন, "অভিনন্দন মিস্টার এবং মিসেস এ আর রহমান, এই দম্পতির সুখী এবং আনন্দময় জীবন কামনা করছি।"
পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং প্রিয়জনদের উপস্থিতিতে খাতিজা ও রিয়াসদিনের বাগদান হয় গত বছরের ২৯ ডিসেম্বরে। সেদিন ছিল খাতিজর জন্মদিন। সে সময় এক পোস্টে খাতিজা নিজেই সুখবরটি দিয়েছিলেন।
এ আর রহমান ও সায়রা বানু দম্পতির তিন সন্তানের মধ্যে খাতিজা ছাড়া বাকি দুজন হলেন রহিমা ও আমান।
-
ঈদে মুক্তি পাচ্ছে ৩ সিনেমা
-
এক সিনেমায় দুই খান?
-
মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন গিটারিস্ট কার্লোস সান্তানা
-
জুটি বাঁধলেন সালমান মুক্তাদির-হিমি
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি