কীভাবে জনি ডেপের ‘চড় খেতে’ হয়েছিল, আদালতে বললেন অ্যাম্বার হার্ড
>> রয়টার্স
Published: 05 May 2022 12:02 PM BdST Updated: 05 May 2022 06:35 PM BdST
-
বুধবার যুক্তরাষ্ট্রের আদালতে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে সাক্ষ্য দেন অ্যাম্বার হার্ড। ছবি: রয়টার্স
আদালতে সাক্ষ্য দিতে এসে কেঁদে ফেললেন হলিউড তারকা অ্যাম্বার হার্ড; ভার্জিনিয়ার জুরিদের সামনে বললেন, সাবেক স্বামী জনি ডেপের ট্যাটু নিয়ে হাসায় কীভাবে তাকে চড় খেতে হয়েছিল।
জনি ডেপের করা মানহানির মামলায় বুধবার প্রথমবারের মত আদালতে সাক্ষ্য দেন ‘অ্যাকুয়াম্যান’ এর অভিনেত্রী অ্যাম্বার হার্ড।
বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাম্বার হার্ডের। ২০১৮ সালে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ডেপ। এরইমধ্যে আদালত তার জবানবন্দি শুনেছে। এখন চলছে তার সাবেক স্ত্রীর সাক্ষ্যগ্রহণ।
সাক্ষ্য দিতে গিয়ে আবেগ আক্রান্ত অ্যাম্বার হার্ড আদালতকে বলেন, জনি ডেপের সঙ্গে তার প্রেম ছিল ‘জাদুর’ মত, কিন্তু হঠাৎই তা সহিংস হয়ে ওঠে।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রী জানান, সাবেক স্বামী প্রথমবার তাকে শারীরিক আঘাত করেন, যেদিন তিনি জনি ডেপের শরীরে আঁকা একটি ট্যাটু নিয়ে প্রশ্ন করেছিলেন।
তিনি জানতে চেয়েছিলেন, মলিন হয়ে যাওয়া ওই ট্যাটুতে কী লেখা আছে। উত্তরে ডেপ বলেছিলেন- ‘উইনো’। উত্তর শুনে হেসে ফেলেছিলেন হার্ড, ভেবেছিলেন এটা হয়ত কোনো কৌতুক।
“এরপরই সে আমার গালে চড় মারল। আমি বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কী ঘটে গেল। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে ছিলাম।”
হার্ড তার সাক্ষ্যে বলেন, এরপর তাকে আরও দুবার চড় মারেন ডেপ; বলেন, “*****, তোর কাছে এটা হাসির কথা মনে হল?”
৫৮ বছর বয়সী জনি ডেপ এর আগে আদালতে দেওয়া সাক্ষ্যে দাবি করেছিলেন, তিনি কখনো অ্যাম্বার হার্ড বা কোনো নারীকে আঘাত করেননি বরং তার সাবেক স্ত্রীই তাদের সম্পর্কের অনৈতিক সুযোগ নিয়েছে।
‘পাইরেট অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার অভিনেতা জনি ডেপ এ মামলায় অ্যাম্বার হার্ডের কাছে ৫ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। তার অভিযোগ, তার বিরুদ্ধে নির্যাতনের ‘মিথ্যা অভিযোগ’ তুলে সম্মানহানী করেছেন তার সাবেক স্ত্রী।
এর জবাবে তার বিরুদ্ধে ১০ কোটি ডলারের পাল্টা মানহানির মামলা করেছেন অ্যাম্বার হার্ড।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আদালতে এ মামলার শুনানি চলছে। মের শেষ পর্যন্ত এ বিচার কার্যক্রম চলবে বলে ধারণা করা হচ্ছে।
-
ঈদে মুক্তি পাচ্ছে ৩ সিনেমা
-
এক সিনেমায় দুই খান?
-
মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন গিটারিস্ট কার্লোস সান্তানা
-
জুটি বাঁধলেন সালমান মুক্তাদির-হিমি
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি