ঈদে টিভিতে কোন সিনেমা কখন
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2022 11:20 PM BdST Updated: 02 May 2022 11:22 PM BdST
-
‘মিশন এক্সট্রিম’ সিনেমার দৃশ্য।
এবার ঈদে টেলিভিশনে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কয়েকটি সিনেমা প্রচার হবে; সিনেমাগুলো দেখা না থাকলে ছুটির মধ্যে ঘরে বসে দেখে নেওয়ার সুযোগ মিলছে।
ঈদের দিন
চ্যানেল আই
লাল মোরগের ঝুঁটি (সকাল ১০টা ১৫ মিনিট) : পরিচালনা নুরুল আলম আতিক। অভিনয়ে আহমেদ রুবেল, ভাবনা, আশীষ খন্দকার।
দীপ্ত টিভি
গহীন বালুচর (সকাল ৯টা): পরিচালনা বদরুল আনাম সৌদ। অভিনয়ে সুবর্ণা মুস্তাফা, তানভীর, রাইসুল ইসলাম আসাদ।
মিশন এক্সট্রিম (দুপুর ২টা): পরিচালনা ফয়সাল আহমেদ। অভিনয়ে আরিফিন শুভ, ঐশী।
বাংলা টিভি
সুপার হিরো (দুপুর ২টা ও রাত ১০টা): পরিচালনা আশিকুর রহমান। অভিনয়ে শাকিব খান, বুবলী।
ঈদের দ্বিতীয় দিন
চ্যানেল আই
ন ডরাই (সকাল ১০টা ১৫ মিনিট) : পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে শরিফুল রাজ, সুনেরাহ বিনতে কামাল।
দীপ্ত টিভি
অবতার (সকাল ৯টা): পরিচালনা হাসান শিকদার। অভিনয়ে মাহিয়া মাহি, রুশো, আমিন খান।
রাত জাগা ফুল (দুপুর ২টা) : পরিচালনা মীর সাব্বির। অভিনয়ে মীর সাব্বির, ঐশী, মিশা সওদাগর।
বাংলা টিভি
ক্যাপ্টেন খান (দুপুর ২টা ও রাত ১০টা) : পরিচালনা ওয়াজেদ আলী সুমন। অভিনয়ে শাকিব খান, বুবলী।
ঈদের তৃতীয় দিন
চ্যানেল আই
গণ্ডি (সকাল ১০টা ১৫ মিনিট) : পরিচালনায় ফাখরুল আরেফিন খান। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তাফা, অপর্ণা ঘোষ।
বাংলা টিভি
চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া (দুপুর ২টা ও রাত ১০টা) : পরিচালনা উত্তম আকাশ। অভিনয়ে শাকিব খান ও বুবলী।
-
ঈদে মুক্তি পাচ্ছে ৩ সিনেমা
-
এক সিনেমায় দুই খান?
-
মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন গিটারিস্ট কার্লোস সান্তানা
-
জুটি বাঁধলেন সালমান মুক্তাদির-হিমি
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি