সেই লায়ন সিনেমা হলে পর্দা উঠছে ঈদে
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2022 05:39 PM BdST Updated: 26 Apr 2022 05:39 PM BdST
-
-
লায়ান টাওয়ার। ছবি: মাহমুদ জামান অভি
প্রায় দেড় যুগ আগে শেষবারের মতো পুরান ঢাকার লায়ন সিনেমা হলের পর্দা নেমেছিল; এবার ঈদে বুড়িগঙ্গার সন্নিকটে নতুন ঠিকানায় ‘লায়ন সিনেমাস’ নামে পর্দা উঠছে প্রেক্ষাগৃহটির।
পুরান ঢাকার ইসলামপুর থেকে সরিয়ে বুড়িগঙ্গা সেতু-২ (বাবু বাজার ব্রিজ) সংলগ্ন কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউনে নবনির্মিত আধুনিক মাল্টিপ্লেক্সটি ঈদের দিন উদ্বোধন করা হবে বলে জানান লায়ন সিনেমা হলেন কর্ণধার মির্জা আব্দুল খালেক।
খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদের দিন ‘গলুই’ ও ‘শান’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে লায়ন সিনেমাসের পর্দা উঠবে। প্রেক্ষাগৃহে মোট ৪টি সিনেমা হল থাকবে; এর মধ্যে দুটি হলে বাংলা সিনেমা ও অপর দুটি হলে থ্রিডিসহ হলিউডের সিনেমা প্রদর্শন করা হবে।
২০১৪ সালের দিকে কদমতলী মডেল টাউনে ‘লায়ন শপার্স ওয়ার্ল্ড’র নির্মাণকাজ শুরু হয়েছিল; সেই শপিং মলের অষ্টম তলায় থাকছে প্রেক্ষাগৃহটি। বছরখানেক আগে নির্মাণকাজ শেষ হলেও করোনাভাইরাসের কারণে উদ্বোধন পেছানো হয়েছে।
দর্শকদের জন্য প্রতিটি হলের ২০০ করে মোট ৮০০ আসন রয়েছে; টিকিটের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে লায়ন সিনেমাস কর্তৃপক্ষ।
তারা বলছেন, দর্শকদের কথা বিবেচনায় রেখে দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সের তুলনায় লায়ন সিনেমাসের টিকিটের মূল্য কম রাখা হবে; দুয়েকদিনের মধ্যে তা দাম নির্ধারণ করা হবে।
সিনেমা হল: ছিল ১২৩৫টি, ২ যুগ পেরিয়ে কমে এখন ১২০টি
ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা দেশের পুরানো সিনেমা হলগুলোর একটি লায়ন সিনেমা হল বন্ধ হয়েছিল ২০০৫ সালে; পরে সেখানে শপিংমল নির্মাণ করা হয়েছে।
মির্জা খালেকের ভাষ্যে, “অশ্লীল সিনেমার প্রকোপের মধ্যে দর্শকরা হল থেকে মুখ ফিরিয়ে নেওয়া লোকসানের মুখে পড়ে বাধ্য হয়ে সেই সময় হলটি বন্ধ করেছিলাম।”

লায়ান টাওয়ার। ছবি: মাহমুদ জামান অভি
প্রথম দিকে নাটকের পাশাপাশি সিনেমা দেখানো হলেও ১৯২৭ সাল থেকে শুধুই সিনেমা প্রদর্শন করে লায়ন সিনেমা হল। ঢাকাই সিনেমা সোনালী সময়ে রমরমা ছিল সিনেমা হলটি; পুরানা ঢাকার বাসিন্দারা পরিবার নিয়ে সিনেমা দেখতে হলে ভিড় করতেন।
পুরান ঢাকার দর্শকদের স্মৃতিবিজড়িত হলটি ফেরানোর ঘোষণার সাধারণ মানুষদের কাছ থেকে বেশ সাড়া পাওয়ার কথা জানালেন উত্তরাধিকার সূত্রে হলের মালিকানার দায়িত্বে আসা মির্জা খালেক। বলা হচ্ছে, এটিই পুরান ঢাকার প্রথম মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ।
সিনেমা হলটি ইসলামপুর থেকে নতুন ঠিকানায় নেওয়ার কারণ কী?-এমন প্রশ্নের জবাবে তিনি “লায়ন সিনেমা হল বন্ধ করার সময় ওই জমিটা কিনেছিলাম। ওই দিকে জমির দাম অনেক বেশি। ওই কারণে খোলা জায়গায় হলটি করলাম যাতে কম দামে জমি যাওয়া যায়। সেই সঙ্গে মানুষের সমাগমও একটু স্বস্তিদায়ক হয়।”
সিনেমা হলটির ব্যবস্থাপনায় আছে জয় সিনেমা নামে একটি প্রতিষ্ঠান।
-
ঈদে মুক্তি পাচ্ছে ৩ সিনেমা
-
এক সিনেমায় দুই খান?
-
মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন গিটারিস্ট কার্লোস সান্তানা
-
জুটি বাঁধলেন সালমান মুক্তাদির-হিমি
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি