সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সম্পাদক ‍আহকাম উল্লাহ

সাধারণ সম্পাদক হাসান আরিফের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহকে দায়িত্ব দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2022, 10:26 AM
Updated : 25 April 2022, 12:12 PM

রোববার সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১ এপ্রিল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন; তার তিন সপ্তাহ পর সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক আহকামকে এ দায়িত্ব দেওয়া হলো।

জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংস্কৃতিক জোটের আগামী কাউন্সিল পর্যযন্ত এ দায়িত্ব পালন করবেন আহকাম উল্লাহ।

আহকাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরকম পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া ভীষণ বেদনার। দীর্ঘদিন তার (হাসান আরিফ) সঙ্গে একসাথে পথ চলেছি; ওনাকে হারানোর পর দায়িত্ব নেওয়াটা সত্যিই আমার জন্য খুব বেদনাদায়ক।

“তবুও দায়িত্ব তো চালিয়ে যেতে হবে। সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে সারা দেশের সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করব।”

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন আহকাম উল্লাহ।