ওটিটিতে ‘আগুন’ ধরাতে আসছেন শিল্পা শেঠি
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2022 01:05 AM BdST Updated: 25 Apr 2022 01:05 AM BdST
ওটিটিতে প্রথম আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি, যার প্রথম ছবিতে আগুনের পটভূমিতে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেল তাকে।
বলিউড নির্মাতা রোহিত শেঠির নতুন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ এ তাকে এই ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছে এনডিটিভি।
শিল্পা শেঠি নিজেও শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে পুলিশের পোশাকে বন্দুক হাতে দেখা গেছে তাকে।
ছবির ক্যাপশনে লেখা, “প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে আগুন লাগানোর জন্য প্রস্তুত। অ্যাকশনের রাজা রোহিত শেঠির কপ ইউনিভার্সে যোগদান করতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত।”
নির্মাতা রোহিত শেঠিও তার ইন্সটাগ্রামে শিল্পার নতুন লুক শেয়ার করে লিখেছেন, “দলে স্বাগত শিল্পা। বন্দুকবাজি, হাতে হাত রেখে লড়াই, দূরন্ত গতিতে দৌড় আর হ্যাঁ অবশ্যই উড়ন্ত গাড়ির জন্য প্রস্তুত হও। ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ এর শুটিং শুরু হয়েছে।”
‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়াতে। এতে শিল্পা শেঠির পাশাপাশি বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও অভিনয় করেছেন এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়।
শিল্পা শেঠিকে অভিনয়ে সবশেষ দেখা গিয়েছিল হাঙ্গামা-২ সিনেমায়। তবে টিভি রিয়েলিটি শোতে সক্রিয় ছিলেন তিনি।
গত বছর স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর ঝড় গিয়েছিল শিল্পার উপর, তবে তা সামলে উঠেছেন তিনি।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে