‘কফি হাউসের সেই আড্ডা’ গানের সুরস্রষ্টা এলেন ঢাকায়
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2022 06:02 PM BdST Updated: 24 Apr 2022 09:26 PM BdST
-
(সুপর্ণকান্তি ঘোষ ও গীতিকার পান্না লাল দত্ত)
বাংলা সংগীতের কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’র সুরকার সুপর্ণকান্তি ঘোষ প্রথমবার এলেন ঢাকায়; প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটিসহ দুই গানে সুরারোপ করবেন তিনি।
ঢাকার গীতিকার পান্না লাল দত্তের আমন্ত্রণে বৃহস্পতিবার ঢাকায় এসেছে সুপর্ণকান্তি ঘোষ; তার গুলশানের বাসায় উঠেছেন তিনি।
সুপর্ণকান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকায় আসার পর অনেকের সঙ্গে দেখা হচ্ছে; দারুণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।”
২৮ এপ্রিল ভারতে ফিরে যাবেন বলে জানান তিনি; তার আগে মঙ্গলবার রাজধানীর এক স্টুডিওতে পান্না লাল দত্তের লেখা দুটি গানে সুরারোপ করবেন বলে জানালেন সুপর্ণকান্তি ঘোষ।
কাল্পনিক চরিত্রে জমেছিল ‘কফি হাউসের সেই আড্ডা’
বঙ্গবন্ধুকে নিয়ে গানে সুর তুললেন সুপর্ণকান্তি ঘোষ
পান্না লাল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘স্নেহময়ী জননী তুমি’ ও বাংলাদেশের স্বাধীনতার মাস মার্চ নিয়ে ‘আবার এসেছে বছর ঘুরে সেই উত্তাল মার্চ ফিরে’ শিরোনামে দুটি গান লিখেছেন তিনি।
দুই গানে কণ্ঠ দেবেন কণ্ঠশিল্পী ইউসুফ খান ও প্রিয়াঙ্কা বিশ্বাস।
এর আগে পান্না লালের কথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘আমাদের শেখ মুজিব’ শিরোনামে একটি গানে সুর বেঁধেছেন সুপর্ণকান্তি। সেই গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার ‘ভূমি’ ব্যান্ডের গায়ক সুরজিৎ চ্যাটার্জি।
গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, মান্না দে’র গাওয়া ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ গানে ২৫ বছর বয়সে সুর করেছিলেন সুপর্ণকান্তি ঘোষ।
মান্না দের ‘সে আমার ছোট বোন’, ‘ও মালিক সারা জীবন কাঁদালে আমায়’সহ বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গানে সুরারোপ করেছেন তিনি।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে