এক দশকের মধ্যে প্রথমবার গ্রাহক কমেছে নেটফ্লিক্সের
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2022 11:20 AM BdST Updated: 20 Apr 2022 11:20 AM BdST
-
ছবি: রয়টার্স
চলতি বছরের প্রথম তিন মাসে দুই লাখ সাবস্ক্রাইবার হারিয়েছে নেটফ্লিক্স, এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবার গ্রাহক সংখ্যা কমার খবর দিল এ স্ট্রিমিং কোম্পানি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মত বড় বাজারগুলোতে গ্রাহক ফি বাড়ানো এবং রাশিয়া থেকে সেবা গুটিয়ে নেওয়ার কারণেই নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যায় এই পতন।
এছাড়া অ্যামাজন ও অ্যাপলের মতো কোম্পানির পাশপাশি ডিজনির মত প্রচলিত ধারার বড় গণমাধ্যমও স্ট্রিমিং সেবায় বিনিয়োগ করায় তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে নেটফ্লিক্সকে।
নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহক সংখ্যা আরও কমার খবর আসছে। কোম্পানির পক্ষ থেকে ইংগিত দেওয়া হয়েছে, নতুন গ্রাহক বাড়াতে তারা ‘অ্যাকাউন্ট শেয়ারিং’ (একটি অ্যাকাউন্ট অনেকে মিলে ব্যবহার করা) বন্ধ করতে তৎপর হচ্ছে।
কোম্পানির শেয়ারধারীদের কাছে লেখা এক চিঠিতে নেটফ্লিক্স জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর সময় নতুন গ্রাহক যুক্ত হওয়ার যে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল তাতে ব্যবসার ‘খারাপ পরিস্থিতি’ ঢাকা পড়েছিল।
বিনিয়োগকারীদের সতর্ক করে এই ‘ওভার দ্য টপ’ (ওটিটি) প্ল্যাটফরম জানিয়েছে, জুলাই পর্যন্ত আগামী তিন মাসে আরও ২০ লাখ গ্রাহক কমতে পারে বলে আশঙ্কা করছে তারা।
বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, “আমাদের প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্য হরে কমে গেছে, যা ব্যবসার এখনকার ফল এবং পূর্বাভাস থেকে জানা যাচ্ছে।”
গ্রাহক সংখ্যা কমার খবর প্রকাশের পর নিউ ইয়র্কের পুঁজিবাজারে ২০ শতাংশ দর হারিয়েছে নেটফ্লিক্সের শেয়ার, যা এক ধাক্কায় কোম্পানির বাজার মূল্য ৩ হাজার কোটি ডলার কমিয়ে দিয়েছে।
এর আগে ২০১১ সালের অক্টোবর প্রান্তিকে গ্রাহক হারিয়েছিল নেটফ্লিক্স। তবে এখনও বিশ্বজুড়ে ২২ কোটি গ্রাহক নেটফ্লিক্সের সেবা নিয়ে থাকে।
-
ঈদে মুক্তি পাচ্ছে ৩ সিনেমা
-
এক সিনেমায় দুই খান?
-
মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন গিটারিস্ট কার্লোস সান্তানা
-
জুটি বাঁধলেন সালমান মুক্তাদির-হিমি
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি