শিল্পী সমিতি থেকে ‘পদত্যাগ করবেন’ ডিপজল

ঢাকাই সিনেমার প্রযোজকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে অংশ নিতে শিল্পী সমিতির পদ ছাড়ছেন খল অভিনেতা, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2022, 03:53 PM
Updated : 19 April 2022, 03:53 PM

আগামী ২১ মে প্রযোজক সমিতির নির্বাচন সামনে রেখে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনয়নও জমা দিয়েছেন ডিপজল; শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী অন্য কোনো সমিতি নির্বাচনে অংশ নিলে শিল্পী সমিতির পদে থাকতে পারবেন না তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিপজলের ঘনিষ্টজন জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিষয়টি ডিপজলের জানা ছিল না; তিনি শিগগিরই শিল্পী সমিতি থেকে ‘পদত্যাগ করবেন’।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ডিপজলের নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

শিল্পী সমিতির সাধারণ সাইমন সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিপজলের কোনো পদত্যাগপত্র তারা এখনও পাননি।

চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৯ নম্বর অনুচ্ছেদের (ত)-এ বলা হয়েছে, “শিল্পী সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্রসংশ্লিষ্ট অন্য কোনো সমিতির কার্যকরী পরিষদের সদস্য থাকিলে অত্র সমিতির কার্যকরী পরিষদের কোনো পদের জন্যই তিনি যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না।”

শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডিপজল।

এর আগে একই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত রোজিনাও পদত্যাগ করেছেন; তার জায়গায় চিত্রনায়ক রিয়াজ শিল্পী সমিতির কমিটিতে এসেছেন।