‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ এর টিজারে নতুন চমক
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2022 03:38 PM BdST Updated: 19 Apr 2022 03:38 PM BdST
মার্ভেল স্টুডিওর নতুন চলচ্চিত্র ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ এর প্রথম টিজারটি প্রকাশ পেয়েছে; যেখানে চমক হিসেবে ‘থরের হাতুড়ি’ নিয়ন্ত্রণে নিয়ে আত্মপ্রকাশ করেছেন একজন নারী।
সিএনএন লিখেছে, মার্ভেল কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘থর’। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে এ গ্রীষ্মেই মুক্তি পেতে যাচ্ছে থর সিরিজের সবশেষ সিনেমাটি।
টিজারে দেখা যায়, বরাবরের মতই দেবতা থরের চরিত্রে হলিউড তারকা ক্রিস হেমসওর্থ, ‘গার্ডিয়ান অব গ্যালাক্সি’র পিটার কুইলের ভূমিকায় ক্রিস প্র্যাট ও ভ্যালক্যারির ভূমিকায় রয়েছেন টিজা থম্পসন। তবে সিনেমার কাহিনী স্পষ্ট করা হয়নি।
সিএনএন লিখেছে, গোপনীয়তা ধরে রেখে ভক্ত-দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে মার্ভেল। অবশ্য টিজার থেকে ইঙ্গিত মিলেছে, জুলাইয়ে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় আগের মতই হাস্য-রহস্য-অ্যাকশনের ছোঁয়া পাবেন দর্শকেরা।
টিজারে যখন ভক্তরা চিরচেনা থরের মুখোমুখি হবেন, তাকে বলতে শোনা যাবে, ‘সুপারহিরোয়িং’ ছেড়ে দিয়ে তিনি তার ভিনগ্রহবাসী বন্ধু ‘কর্গ’ এবং তাদের মহাকাশযানে সাধারণ জীবনযাপনকেই বেছে নিয়েছেন।
Here it is.+pic.twitter.com/PImDUFzM04
— Marvel Studios (@MarvelStudios) April 18, 2022
কিন্তু এমন শান্তির জীবন তো থরের খুব বেশি দিন স্থায়ী হতে পারে না, তাই না?
মহাকাশের খল চরিত্ররা সম্ভবত থরকে তার অবসর জীবন থেকে ফিরে আসতে বাধ্য করে। যদিও টিজারে জানানো হয়নি কোন খল চরিত্রের কারণে সংকট দেখা দেয়।
এ সিনেমায় যুক্ত হওয়া কিছু নতুন চরিত্রকেও টিজারে দেখা যায়নি - তাদের একজন কি ক্রিশ্চিয়ান বেল? - প্রশ্ন রেখেছে সিএনএন।
টিজারটি বেশ নাটকীয়ভাবে শেষ হয়, শেষ দৃশ্যে দেখা যায় নাটালি পোর্টম্যান অভিনীত ‘জেন ফস্টার’কে, যিনি নারী থর হিসেবে আত্মপ্রকাশ করছেন অথবা (সম্ভবত) এই চরিত্রটি একজন ‘মাল্টিভারসাল হিরো’ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এ সিনেমায়।
তবে সিনেমার পুরো কাহিনী জানতে ভক্ত-দর্শকদের সম্ভবত ৮ জুলাই পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন