বিয়ে করছেন দেব?
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2022 08:00 PM BdST Updated: 09 Apr 2022 08:00 PM BdST
দীর্ঘদিনের প্রেমিকা রুক্মিণী মৈত্রের সঙ্গে টলিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘোষণা নিয়ে আলোচনা চলছে টালিগঞ্জে।
২৯ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণী জুটির সিনেমা ‘কিশমিশ’; সিনেমা মুক্তির দিনই দেব তার প্রেমিকার সঙ্গে সাত পাকে ঘোরার ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা ও আজকাল।
শনিবার দক্ষিণ কলকাতার এক শপিং মলে বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে এ ঘোষণা দেন ভারতের সংসদ সদস্য দেব।
তবে দেব সত্যিই বিয়ে করছেন নাকি সিনেমার প্রচারের জন্য এমন ঘোষণা দিয়েছেন- এখনও তার কোনো কিনারা করতে পারেনি পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো।
টালিগঞ্জে তুমুল আলোচনার মধ্যে দৈনিক আজকালের একটি সূত্রের বরাতে জানিয়েছে, “ছবিতে দেব-রুক্মিণীর বিয়ের একটি দৃশ্য সম্ভবত রয়েছে। সেই বিয়ের কথাই কি দেবের মুখে শোনা গেল নাকি সত্যি সত্যিই ছবি মুক্তির দিনেই গাঁটছড়া বাঁধছেন তারা?”
ধাঁধার উত্তর খুঁজতে নিখাঁদ প্রেমের সিনেমা ‘কিশমিশ’-এর মুক্তির দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে দেব-রুক্মিণীর অনুরাগীদের।
সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল মুখোপাধ্যায়।
এর আগে একবার বিয়ে নিয়ে রীতিমতো নাটক করেছিলেন সিনেমোর অভিনেতা দেব; ইনস্টাগ্রামে ‘শুভ বিবাহ’ লেখা একটি আমন্ত্রণপত্র প্রকাশের পর গণমাধ্যমের খবরে এসেছিল, দেব-রুক্মিণীর বিয়ের আমন্ত্রণপত্র ছিল সেটি।
পরে দুঃখপ্রকাশ করে দেব খোলাসা করেছিলেন, সেটি তার প্রযোজনায় নির্মিত ‘টনিক’ সিনেমার প্রচারের জন্য পোস্ট করেছিলেন।
দেবের সঙ্গে ‘চ্যাম্প’ অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটেছে রুক্মিনীর। রুক্মিণী সিনেমার নাম লেখানোর আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল।
‘ককপিট’, ‘কবির’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এ জুটিকে।
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন