শ্রীলঙ্কার পাশে দাঁড়ান, আহ্বান জ্যাকুলিনের

বলিউডে এসে তারকা খ্যাতি কুড়ালেও জন্মভূমি এখনও টানে জ্যাকুলিন ফার্নান্দেজকে; তাই দেশের দুর্দশায়  সবাইকে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2022, 04:50 PM
Updated : 5 April 2022, 04:50 PM

সোশাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় জ্যাকুলিন লিখেছেন, “সারা বিশ্ব এবং আমার দেশের মানুষজনের কোনো বিচারের প্রয়োজন নেই৷ তাদের দরকার সহমর্মিতা এবং সমর্থন৷ তাদের শক্তি ও সুস্থতার জন্য দু’ মিনিটের নীরব প্রার্থনা প্রয়োজন অর্থহীন তর্ক বিতর্ক না করে।”

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা এখন চরম অর্থনৈতিক দুর্দশায় রয়েছেন। তার কারণে জনবিক্ষোভে সরকার পতনের পরিস্থিতিও তৈরি হয়েছে।

ইনস্টাগ্রামে বার্তায় জ্যাকুলিন লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক দিন ধরে অনেক মতামত পাচ্ছেন তিনি৷ তবে এই পরিস্থিতিতে মতামত দেওয়ার থেকে আরও বেশি প্রয়োজন শ্রীলঙ্কার পাশে দাঁড়ানো৷

“আমি আশা করছি, এই পরিস্থিতি খুব দ্রুত শেষ হয়ে যাবে। মানুষের জন্য যা কিছু শান্তির, তাই হবে। যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের অসীম শক্তির জন্য প্রার্থনা করছি।”

শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় ঋণ, জ্বালানি ও খাদ্য দিয়ে সাহায্য করছে ভারত।