এ আর রহমান ঢাকায়, মঞ্চে উঠছেন মঙ্গলবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক কনসার্টে যোগ দিতে ঢাকায় এসেছেন অস্কারজয়ী সুরকার, সংগীতশিল্পী এ আর রহমান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2022, 01:58 PM
Updated : 28 March 2022, 01:58 PM

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করবেন এ সংগীত তারকা।

কনসার্টের আয়োজক সংস্থা বিসিবির এক কর্মকর্তা জানান, রোববার ঢাকায় এসেছেন এ আর রহমান। মিরপুরে কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে; সোমবার বিকালে ভেন্যু ঘুরে গেছেন তিনি।

এর আগে সোমবার থেকে টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি; তিন ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার, ৫ হাজার ও ১ হাজার টাকা।

কনসার্টের দিন মঙ্গলবার বিকাল ৩টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন দর্শকরা; দর্শকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে আয়োজকরা।

বিকালে মঞ্চে উঠবে মাইলস ব্যান্ড ও সংগীতশিল্পী মমতাজ; তাদের পরিবেশনা শেষে সন্ধ্যায় মঞ্চে উঠবেন এ আর রহমান।

টানা তিন ঘণ্টা পারফর্ম করবেন এ সংগীত তারকা; আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দি ও বাংলা গান পরিবেশন করবেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছে বিসিবি।

এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবি আয়োজিত এক কনসার্টে পারফর্ম করেছিলেন এ আর রহমান।