এ আর রহমান ঢাকায়, মঞ্চে উঠছেন মঙ্গলবার
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2022 07:58 PM BdST Updated: 28 Mar 2022 07:58 PM BdST
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক কনসার্টে যোগ দিতে ঢাকায় এসেছেন অস্কারজয়ী সুরকার, সংগীতশিল্পী এ আর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসার্টে গান পরিবেশন করবেন এ সংগীত তারকা।
কনসার্টের আয়োজক সংস্থা বিসিবির এক কর্মকর্তা জানান, রোববার ঢাকায় এসেছেন এ আর রহমান। মিরপুরে কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে; সোমবার বিকালে ভেন্যু ঘুরে গেছেন তিনি।
এর আগে সোমবার থেকে টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি; তিন ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার, ৫ হাজার ও ১ হাজার টাকা।
কনসার্টের দিন মঙ্গলবার বিকাল ৩টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন দর্শকরা; দর্শকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে আয়োজকরা।
বিকালে মঞ্চে উঠবে মাইলস ব্যান্ড ও সংগীতশিল্পী মমতাজ; তাদের পরিবেশনা শেষে সন্ধ্যায় মঞ্চে উঠবেন এ আর রহমান।
টানা তিন ঘণ্টা পারফর্ম করবেন এ সংগীত তারকা; আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দি ও বাংলা গান পরিবেশন করবেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছে বিসিবি।
এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিসিবি আয়োজিত এক কনসার্টে পারফর্ম করেছিলেন এ আর রহমান।
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন