ঈদে ‘লালু’ হয়ে ‘গলুই’ নিয়ে আসছেন শাকিব খান

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘গলুই’; সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান।    

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2022, 06:40 AM
Updated : 19 March 2022, 06:56 AM

২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক; প্রযোজনা করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

প্রযোজক খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে ১৫টির মতো সিনেমা হল চূড়ান্ত করা হয়েছে; আরও কয়েকটি হলের সঙ্গে কথাবার্তা চলছে।

গত বছরের ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অলিক।

অলিক বলেন, “শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন; মন-প্রাণ দিয়ে তিনি অভিনয় করছেন। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে।”

জামালপুর ও টাঙ্গাইলে সিনেমার দৃশ্যধারণ শেষ করে ‍যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন শাকিব; চলতি বছরই তার দেশে ফেরার কথা রয়েছে।

এ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী;  তারা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরীসহ আরও অনেকে।

‘অন্তরাত্মা’ নামে আরেকটি সিনেমা ঈদে মুক্তির কথা থাকলেও তা পেছানো হয়েছে বলে জানান পরিচালক ওয়াজেদ আলী সুমন।

মুক্তির অপেক্ষায় থাকা শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বিদ্রোহী’ নামে আরেকটি সিনেমা এবার ঈদে আসবে কি না-তা এখনও চূড়ান্ত হয়নি।