ফিল্মফেয়ার বাংলায় সেরা অভিনেত্রী জয়া আহসান
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2022 12:28 AM BdST Updated: 18 Mar 2022 12:30 AM BdST
টালিগঞ্জের ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পেলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার রাতে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’-এ জয়ার হাতে ‘ব্ল্যাক লেডি’ তুলে দেয় আয়োজকরা।
টালিগঞ্জের বাংলা চলচ্চিত্র নিয়ে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে ফিল্মফেয়ারের এ আঞ্চলিক আসর।
নির্মাতা অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমায় শ্রাবণী নামে এক মধ্য তিরিশের নারীর ভূমিকায় অভিনয় করেন জয়া আহসান। গত বছরের অগাস্টে কলকাতায় মুক্তি পেয়েছে সিনেমাটি।
এর আগে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার পান জয়া। পরের বছর ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য সমালোচকের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।
ফিল্মফেয়ার বাংলার এবারের আসরে জয়া আহসান ছাড়াও মোশাররফ করিম, গীতিকার আসিফ ইকবাল ও তরুণ গায়ক মাহতিম সাকিব মনোনয়ন পেয়েছিলেন।

ভারতজুড়ে বিভিন্ন অঞ্চলের সিনেমার জন্য প্রতি বছর ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয়।
২০১৪ সালে বাংলা, অসমীয়া ও ওড়িয়া চলচ্চিত্রের জন্য পুরস্কার চালু করা হয়। ২০১৫ ও ২০১৬ সালে বন্ধ থাকার পর ২০১৭ সাল থেকে শুধু বাংলা সিনেমা নিয়ে চালু হয়।
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন