বঙ্গবন্ধুর বায়োপিকের নাম চূড়ান্ত, পোস্টার প্রকাশ

এতদিন ধরে বলা হচ্ছিল জাতির পিতার জীবনীভিত্তিক চলচ্চিত্রটির নাম ‘বঙ্গবন্ধু’, তবে প্রথম পোস্টার প্রকাশের পর দেখা গেল ভিন্ন নাম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2022, 10:55 AM
Updated : 17 March 2022, 11:19 AM

বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এফডিসিতে এ সিনেমার চূড়ান্ত নাম ‘মুজিব-একটি জাতির রূপকার’ ঘোষণা করা হয়। সেই সঙ্গে সিনেমার ফার্স্ট লুক পোস্টারও উন্মোচন হয়।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) পরিচালক ঈশান আলী রাজা বাঙালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মুজিব-একটি জাতির রূপকার’ নামটি অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সিনেমার নাম ‘বঙ্গবন্ধু’ হিসেবে পরিচিতি পাওয়ার বিষয়ে এফডিসি বলছে, সেটি চূড়ান্ত নাম ছিল না; সেটাকে ‘ওয়ার্কিং নাম’ বলা যেতে পারে। এবার নাম চূড়ান্ত হল।

বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও মুক্তি দেওয়া হবে সিনেমাটি; ইংরেজি নাম ঠিক করা হয়েছে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’।

পোস্টারের পর বৃহস্পতিবারই সিনেমার ট্রেইলার প্রকাশের কথা রয়েছে।

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল জীবন চলচ্চিত্রায়ন করছেন বলিউডের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বড় আয়োজনের সিনেমাটি এ বছরই মুক্তি পাওয়ার কথা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সিনেমার দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে; পোস্ট প্রডাকশনের কাজ চলছে এখন।

২০২০ সালের জানুয়ারি মুম্বাইয়ে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছিল; পরে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়।

এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করছেন।

কবৃহস্পতিবার পোস্টার উন্মোচনের আয়োজনে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ‍নুজহাত ইয়াসমিন, পরিচালক ঈশান আলী রাজা বাঙালী ও অভিনেতা আরিফিন শুভ উপস্থিত ছিলেন।