‘মিস মার্ভেল’ কমলা খান: মার্ভেলের প্রথম মুসলিম-আমেরিকান সুপারহিরো
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2022 10:36 AM BdST Updated: 17 Mar 2022 10:36 AM BdST
-
মিস মার্ভেল কমলা খান। ছবি: ওয়াল্ট ডিজনি পিকচার্স
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন চরিত্র মিস মার্ভেল এ গ্রীষ্মেই যুক্ত হতে যাচ্ছে ডিজনি প্লাস সিরিজে; কমলা খানের মিস মার্ভেলের ট্রেইলার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তা ভক্তকূলের নজর কেড়েছে।
সিএনএন লিখেছে, মিস মার্ভেলের নতুন ট্রেইলারে কমলা যেন কমিক বইয়ের পাতা থেকে চলে এসেছেন পর্দায়। এই কিশোরী একজন পাকিস্তানি-আমেরিকান। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হাই স্কুলের এই ছাত্রী ডুডল তৈরি করে তার স্বপ্নের সুপারহিরোদের দলে যোগ দেওয়ার স্বপ্নে বিভোর।
২০১৩ সালে মার্ভেলের কমিক বইতে প্রথম কমলা চরিত্রটি মুক্তি পায়। পরের বছর মিস মার্ভেল হিসেবে তার নিজস্ব সিরিজ শুরু করে মার্ভেল। এটাই মার্ভেলের প্রথম মুসলিম-আমেরিকান সুপারহিরো চরিত্র।
সিএনএন লিখেছে, এই কিশোরী সুপারহিরোর চরিত্রে অভিনয় করছেন ইমান ভেলানি। একদিন হয়ত মার্ভেলের সবচেয়ে ক্ষমতাধর সুপারহিরোদের দলে যোগ দেবে কমলা। তার শুরুর দিনগুলোর গল্পই তুলে ধরা হয়েছে এ সিরিজে।
ডিজনি প্লাসে প্রচার হতে যাওয়া সিরিজটিতে দেখা যাবে, স্কুলের সহপাঠীরা কমলার নাম ভুলভাবে উচ্চারণ করছে এবং তার অ্যাভেঞ্জার টি-শার্ট নিয়ে মজা করছে। নিজেকে একদিন ক্যাপটেন মার্ভেলের মত সুপারহিরো হিসেবে কল্পনা করে কমলা।
তবে ট্রেইলারে দেখানো হয়নি কমলা কীভাবে তার সুপারহিরো ক্ষমতা অর্জন করল। ওই প্রশ্নের উত্তরসহ বাকি সব জানতে দর্শকদের ৮ জুন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।
The future is in her hands.
— Marvel Studios (@MarvelStudios) March 15, 2022
Ms. Marvel, an Original series from Marvel Studios, starts streaming June 8 on @DisneyPlus. #MsMarvel pic.twitter.com/k1s7HWOtaV
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন