হলিউডে নাম লেখালেন আলিয়া
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2022 12:45 AM BdST Updated: 09 Mar 2022 12:45 AM BdST
ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’র বিশ্বব্যাপী সফলতার পর প্রথম আন্তর্জাতিক প্রকল্পে যুক্ত হলেন তিনি।
স্পাই থ্রিলার ঘরানার সিনেমা ‘হার্ট অফ স্টোন’র মাধ্যমে হলিউডে অভিষেক ঘটতে চলেছে এই বলিউড অভিনেত্রীর।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়ার ইন্সটাগ্রাম একাউন্টে আলিয়ার হলিউডে পদার্পণের খবরটি দেওয়া হয়। পরে নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলেও এ খবরটি শেয়ার করেন আলিয়া।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন ওয়ান্ডার ওম্যান খ্যাত গাল গ্যাডো ও ‘ফিফটি শেডস অফ গ্রে’ এর অভিনেতা জেমি ডরন্যান।
‘হার্ট অফ স্টোন’ এ প্রধান চরিত্রে অভিনয় করবেন গাল গ্যাডো। সিনেমাটির প্রযোজনাতেও থাকছেন তিনি। যদিও সিনেমাটিতে আলিয়ার চরিত্র সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এদিকে সোমবার গাল গ্যাডো তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করে জানিয়েছেন যে তিনি ইতোমধ্যেই ‘হার্ট অফ স্টোন’র শুটিং শুরু করে দিয়েছেন। সেই পোস্ট থেকেই জানা যায় যে সিনেমাতে তার চরিত্রের নাম র্যাচেল স্টোন।
‘হার্ট অফ স্টোন’ পরিচালনা করছেন টম হার্পার।
বলিউডের হালের অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ইতোমধ্যে হলিউডে নাম লিখিয়েছেন।
এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ এবং ‘ডার্লিং’, ফারহান আখতারের ‘জি লে জারা’র মতো একাধিক সিনেমা।
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন