দিদি, আমার সবচেয়ে বড় উপহার তো আপনি: লতার স্মরণে রুনা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2022 07:40 PM BdST Updated: 06 Feb 2022 08:39 PM BdST
উপমহাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী রুনা লায়লার সম্পর্ক ছিল পরিবারের মত, যোগাযোগও হত নিয়মিত।
গুণী এই শিল্পীর মৃত্যুতে তাকে স্মরণ করে নিজেদের গভীর সম্পর্ক আর যোগাযোগের কথা ফেইসবুকে এক আবেগমাখা পোস্টে তুলে ধরেছেন রুনা লায়লা।
দুজনের ছবি শেয়ার করে বাংলাদেশের এই কিংবদন্তি লিখেছেন- “লন্ডনে যাওয়ার আগে শেষবার যখন তার সঙ্গে কথা হয়েছিল, তখন বলেছিলেন, আমার সঙ্গে তিনি কথা বলতে পছন্দ করেন। আমরা যখন কথা বলি, তখন তিনি অনুভব করেন, আমরা পরিবারের খুব কাছের সদস্য।
“তিনি বলেছিলেন, আমি তার ছোট বোন এবং আমাকে খুব ভালবাসতেন ও আমার প্রতিভাকে সম্মান করতেন।”
রুনা লায়লা লিখেছেন, “আমাকে অনেক মিস করছিলেন তিনি। শিগগিরই তাকে দেখতে যাওয়ার কথা বলেছিলেন, যাতে সামনা-সামনি দীর্ঘক্ষণ কথা বলতে পারি।
“বলেছিলাম, পরিস্থিতির উন্নতি হলে দেখতে যাব। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না।”

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কোভিডে আক্রান্ত হয়ে প্রায় চার সপ্তাহ সেখানে ভর্তি ছিলেন। তার মৃত্যুতে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
উমহাদেশের সংগীত জগত ও সংগীত প্রিয় মানুষকে শোকে বিমূঢ় করে চলে গেছেন এই গুণী শিল্পী। ভারতবাসীর কাছে তিনি ছিলেন গানের পাখি নাইটিংগেল, কেউবা বলতেন ‘স্বরা কোকিল’।
তার কাছাকাছি আসার কথা তুলে ধরে রুনা লায়লা লিখেছেন, টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হত তাদের। সাধারণত গান নিয়েই কথা হত বেশি।
“আমি তাকে জোকসও পাঠিয়েছিলাম, তিন খুবই উপভোগ করেছিলেন। দিদির হাস্যরসের একটি দুর্দান্ত অনুভূতি ছিল। আমাকে তার কিছু অভিজ্ঞতার কথা বলতেন, আমরা খুব হাসতাম।”
রুনা লায়লা লিখেছেন, তিনি গুড মর্নিং বললে এর উত্তরে পছন্দের ফুল ও শিশুদের ছবি, তার গানের অডিও বা ভিডিও পাঠাতেন লতা।
“এগুলোর বেশিরভাগই আমি ইতোমধ্যে শুনেছি ও মুখস্থ করেছি। তার কাছ থেকে আসা এগুলো ছিল বোনাস।”

ফেইসবুকে রুনা লিখেছেন, “দিদি, আমার জন্য সবচেয়ে বড় যে উপহার, তা তো আপনি।… যে কণ্ঠটি আমার মত লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে, তা এখন স্বর্গে ফেরেশতাদের জন্য গান করছে।”
“আমি মন শূন্যতায় ভরে গেছে, এ শূন্যতা আামার কাটকে না। রুনা জি আপ ক্যায়সি হ্যায়- মধুর কণ্ঠে এই কথা আর শুনব না।”
আবেগ মাখা পোস্টে রুনা লায়লা লিখেছেন, “দিদি, আপনি আমাকে এবং আরও অনেককে অনেক কিছু দিয়েছেন। আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে অনেকের চেয়ে বেশি দিয়েছেন।
“আপনি আমাকে আপনার শেষ ভয়েস মেসেজগুলোতে যে আশির্বাদ পাঠিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার আশীর্বাদ এবং ভালবাসা শেষ অবদি লালন করব, সরস্বতী মা। আমার দিদি...।”
ভারতের ইন্দোরে জন্ম নেওয়া এই শিল্পীর সঙ্গে বাঙালি আর বাঙালি সংস্কৃতির যোগাযোগ ছিল গভীর। সিনেমা আর বেসিক রেকর্ডে তার বহু গান শ্রোতাপ্রিয় হয়েছে, গেয়েছেন রবীন্দ্রসংগীতও।
ভারতীয় বাংলা সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা প্রায় ২০০। তার কণ্ঠের ‘প্রেম একবারই এসেছিল নীরবে’, ‘রঙ্গিলা বাঁশিতে’, ‘নিঝুম সন্ধ্যায়’, ‘কে প্রথম কাছে এসেছি’, ‘সাত ভাই চম্পা’, ‘যা রে উড়ে যারে পাখি’, ‘বলছি তোমার কানে’, ‘চলে যেতে যেতে দিন বলে যায়’ এর মত বহু গান শ্রোতার হৃদয়ে আজও দোলা দেয়।
আরও খবর
লতা মঙ্গেশকরের সামনে গাওয়া, জীবনের বড় পাওয়া: সাবিনা ইয়াসমিন
-
এক সিনেমায় দুই খান?
-
জুটি বাঁধলেন সালমান মুক্তাদির-হিমি
-
মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন গিটারিস্ট কার্লোস সান্তানা
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ