লতা মঙ্গেশকরের সামনে গাওয়া, জীবনের বড় পাওয়া: সাবিনা ইয়াসমিন
সাইমুম সাদ, গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2022 02:33 PM BdST Updated: 06 Feb 2022 02:33 PM BdST
-
লতা মঙ্গেশকর ও সাবিনা ইয়াসমিন
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের সামনে বাংলা গান গেয়ে সেই সত্তরের দশকে তার আশির্বাদ পেয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, সেই স্মৃতি আজও তার হৃদয়ে অমলিন।
দীর্ঘ সাত দশক ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়ায় বেঁধে রেখে রোববার সকালে চিরবিদায় নেন লতা মঙ্গেশকর।
প্রিয় শিল্পীর প্রয়াণের খবরে শোকের সাগরে ভেসে চার দশক আগের মুম্বাইয়ে ফিরলেন সাবিনা ইয়াসমিন; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, ১৯৭৮ সালে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভালে অংশ নিতে মুম্বাই গিয়েছিলেন তিনি। সেই আয়োজনের এক পার্টিতে লতা মঙ্গেশকরের সামনে গাওয়ার সুযোগ হয়েছিল; যা ‘জীবনের বড় পাওয়া’ হিসেবেই মনে রেখেছেন তিনি।
সেই আয়োজনে লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন, শচীন দেব বর্মণের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ থেকে সাবিন ইয়াসমিন, রাজ্জাক, ববিতা, রোজী আফসারীসহ আরও কয়েকজন ছিলেন।
“শচীন দেব বর্মণ আমাকে বলেছিলেন, মা, তুমি বাংলাদেশের একটা গান শোনাও। বললাম, কী রকম গান। বললেন, পল্লীগীতি শোনাও। তখন আমি ‘নাইয়ারে নায়ের বাদাম তুইলা’ গেয়েছিলাম। কোনো মিউজিশিয়ান ছিল না, হারমোনিয়ামে গেয়েছিলাম।”
সেই আয়োজনে তখনও লতা মঙ্গেশকর এসে পৌঁছাননি। গান শেষ করতেই দূর থেকে লতা মঙ্গেশকরকে ভেতরে আসতে দেখে হারমোনিয়াম রেখে মঞ্চ ছেড়ে পালিয়েছিলেন সাবিনা।
“লতাজিকে দেখে এত ভয় পেয়েছিলাম! হারমোনিয়াম ছেড়ে এক রকম পালিয়ে গিয়েছিলাম! তখন আমার বয়সও কম ছিল। যাই হোক, ধরে নিয়ে এলেন। উনার সামনে গাইলাম। উনি গানের এত প্রশংসা করলেন, আমি কথাই বলতে পারছিলাম না!”
সেই আয়োজনে শিল্পী বলতে শচীন দেব বর্মণ, লতা মঙ্গেশকর আর সাবিনা ইয়াসমিনই ছিলেন; বাকিরা সিনেমার প্রযোজক, অভিনয় শিল্পী ও সংগীত পরিচালক।
সাবিনা ইয়াসমিন বললেন, “গান শেষ হওয়ার পর শচীন দেব বর্মণ আমাদের দুজনকে দুই দিকে ধরে ছবি তুলে বললেন, দুই পাশে দুই দেশের দুই লতাকে নিয়ে ছবি তুলছি। ওই ছবিটা আর আমার কাছে নেই।”
সেসময় লতা মঙ্গেশকর ভারতীয় উপমহাদেশের শিল্পী ও শ্রোতাদের কাছে অনুকরণীয় একটি নাম; সাবিনা ইয়াসমিন সবে চলচ্চিত্রের গানে নাম লিখিয়েছেন। বয়সও বড়জোড় ২৫ বছর।
লতা মঙ্গেশকরের বলা বিশেষ কোনো কথা সে সময় অনুপ্রাণিত করেছিল?
সাবিনা ইয়াসমিন বলেন, “উনি আমার খুব প্রশংসা করেছিলেন। আমার গলার খুব প্রশংসা করছিলেন। এটাই আমার পাওয়া। সেদিন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের বড় বড় প্রডিউসার, অভিনয়শিল্পীরা ছিলেন। কথা বলার খুব একটা সুযোগ ছিল না।”
পরে আর লতার সঙ্গে দেখা না হলেও তার গানকে জীবনের অংশ করে নিয়েছিলেন বলে জানালেন সাবিনা। তার ভাষ্যে, “আমি সারাক্ষণই উনার গান শুনি। প্রতিদিন, এমন কোনো দিন নাই-উনার গান শুনি না।”
দীর্ঘ ক্যারিয়ারে হাজারের বেশি সিনেমায় গান করেছেন লতা। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও তিনি গান করেছেন; তার মোট গানের সংখ্যা ২৫ হাজারের মতো। এর মধ্যে বাংলা গান প্রায় দুইশ।
সাবিনার প্লে লিস্টে লতা মঙ্গেশকরের কোন গানগুলো বাজে?
“লতা মঙ্গেশকরের এমন কোনো গান নাই- যেটা আমার ভালো লাগে না। উনার প্রত্যেকটা গান খুব মন দিয়ে আমি শুনি। সুতরাং, কোনটার কোনটা ভালো সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারব না। বলা খুবই মুশকিল।”
লতা মঙ্গেশকরকে ভারতের সর্বকালের সেরা শিল্পীদের মধ্যে একজন বিবেচনা করা হয়; গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার বলেছিলেন, “মাইকেল অ্যাঞ্জেলো মানেই যেমন চিত্রকলা, শেক্সপিয়ার মানেই যেমন ইংরেজি সাহিত্য, তেমনই ভারতীয় সিনেমার গান মানেই লতা মঙ্গেশকর।”
বাকিদের থেকে লতা মঙ্গেশকর কোথায় আলাদা? শিল্পী সাবিনা ইয়াসমিনের ভাষ্যে, “উনার গলা আলাদা, গায়কী আলাদা। উনি যে গান শিখেছেন সেটাও অন্যরকম। সৃষ্টিকর্তার প্রদত্ত গলা উনার। এমনটা সৃষ্টিকর্তা উনাকে দিয়েছিলেন।
“উনি গান গাইছেন সেই চল্লিশের দশক থেকে, আমাদের জন্মেরও আগে। উনার গলায় যে কী আছে, কে জানে; যে গান করেন, সেই গানই এত সুন্দর হয়ে উঠে… সেটা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকরই।”
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ