সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ১০ ইন্দ্রজাল

দীর্ঘ ক্যারিয়ারে ২৫ হাজারেরও বেশি গান কণ্ঠে তুলেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর; ভারতীয় উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০টি ‘আইকনিক গানের’ কথা স্মরণ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2022, 08:13 AM
Updated : 6 Feb 2022, 08:27 AM

তুঝে দেখা তুহে জানা সানাম

১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায় যতীন-ললিতের সুরে এ গানে কণ্ঠ দেন লতা মঙ্গেশকর ও কুমার শানু। সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান-কাজল জুটি।

 

হথোঁ মে আইসি বাত

বিজয় আনন্দের পরিচালনায় ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত স্পাই থ্রিলার ‘জুয়েল থিফ’ সিনেমায় এস ডি বর্মনের সুর ও সংগীতে এ গানে লতার সঙ্গে কণ্ঠ দেন ভুপিন্দর।

 

আজ ফির জিনে কি তামান্না হ্যায়

১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘গাইড’ সিনেমায় গেয়েছেন লতা।

 

পিয়া তোসে ন্যায়না লাগে রে

‘গাইড’ সিনেমার এস ডি বর্মনের সুরে গেয়েছেন লতা।

 

কোরা কাগজ থা

আরাধনা সিনেমায় কিশোর কুমারের সঙ্গে গেয়েছিলেন লতা।

 

মেরা সাথ হোগা

‘সাধনা’ সিনেমার গানটি লিখেছেন রাজা মেহেদি আলী খান।

 

আপ কি নজরে সামজা

মদন মোহনের সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর।

জিয়া জলে

‘দিল সে’ সিনেমায় এ আর রহমানের সুরে লতার সঙ্গে গেয়েছেন শ্রীকুমার।

 

আজিব দাস্তান

১৯৬০ সালে মুক্তি পাওয়া ‘দিল আপনা আউর প্রিত পরাই’ সিনেমার গান এটি।

 

কাভি খুশি কাভি গাম

করন জোহরের পরিচালনায় কাভি খুশি কাভি গাম সিনেমায় যতীন-ললিতের সুরে কণ্ঠ দিয়েছেন লতা।