এফডিসিতে ‘লাঞ্ছিত’ ইমন
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jan 2022 01:52 PM BdST Updated: 22 Jan 2022 01:52 PM BdST
শিল্পী সমিতির নির্বাচনের প্রচারের মধ্যে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদের প্রার্থী চিত্রনায়ক মামনুন ইমনকে ‘লাঞ্ছিত’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে এফডিসিতে ইমন সাংবাদিকদের জানান, মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের নির্বাচনী প্রচারে মিশা সওদাগরের সঙ্গে কুশল বিনিময় করতে গেলে তার পাশ থেকে একজন তাকে ‘ধাক্কা দেয়’।
অভিযুক্ত সেই ব্যক্তির নাম বলতে না পারলেও তিনি মিশা-জায়েদ প্যানেলের সমর্থক বলে দাবি করেছেন ইমন; তবে এ বিষয়ে মিশা সওদাগরের কোনো বক্তব্য জানা যায়নি।
মিশা সওদাগর বিষয়টি মিমাংসার চেষ্টা করেছেন, সেই ব্যক্তিকে ‘স্যরি’ বলতে বললেও বাজে আচরণ করেছেন বলে জানান ইমন।
ইমন বলেন, “আগেও চেহারা দেখেছি সে মিশা-জায়েদের পক্ষে স্লোগান দিয়েছে। নির্বাচন কমিশনকে সাথে সাথে এই ঘটনা জানিয়েছি। লিখিতভাবে অভিযোগ দিচ্ছি।“
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনও লিখিতভাবে কোনো অভিযোগ পাননি তিনি; অভিযোগ বিষয়য়টি খতিয়ে দেখা হবে।
২৮ জানুয়ারি ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা।
ভোটের আগে নানা ঘটনায় আলোচনায় এসেছেন প্রার্থীরা।
-
এটা অফিশিয়াল ট্রেইলারই: হাছান মাহমুদ
-
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিগিরি’ অবলম্বনে নাটক
-
ঢাকায় আসছে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’
-
কৌতুক অভিনেতা আহসান আলীর মৃত্যু
-
সারা জীবনেই তো বেশি কাপড় পরিনি: প্রতিক্রিয়া ম্যাডোনার
-
‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা
-
মুজিব: সমালোচনার জবাব দিলেন শ্যাম বেনেগাল
-
কোল্ডপ্লে’র জানা-অজানা
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- ১৯ ইউনিটের ৭ ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে স্কয়ারের আগুন