‘পুতুলনাচের ইতিকথা’র কুসুমের ভূমিকায় জয়া আহসান

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে কুসুমের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী জয়া আহসান।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 01:28 PM
Updated : 20 Jan 2022, 01:28 PM

সিনেমাটি পরিচালনা করছেন টালিগঞ্জের পরিচালক সুমন মুখোপাধ্যায়; এতে জয়া ছাড়াও উপন্যাসের শশী চরিত্রে যাবে আবীর চট্টোপাধ্যায় ও কুমুদ চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায় থাকছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

সুমন জানান, ২০০৮ সাল থেকে সিনেমাটি নির্মাণের চিন্তা করলেও উপন্যাসের স্বত্ত্ব ও বাজেটের জটিলতার কারণে তা আলোর মুখ দেখেনি; প্রযোজক সমীরণ দাস ছবিটি প্রযোজনার দায়িত্ব নেওয়ার এবার কাজ শুরু করছেন।

সিনেমার নামও থাকছে উপন্যাসের নামেই; এতে তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত তুলে আনবেন সুমন।

তিনি বলেন,‘‘মূল উপন্যাসে সময়টা আরও পিছনে ছিল, আমি খানিকটা এগিয়ে এনেছি। তা ছাড়া উপন্যাসের সব কিছু ছবির চালচিত্রে ধরানো সম্ভব নয়। দুটো মাধ্যমের চলন আলাদা। আমি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছি।’’

সিনেমায় অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

ছবির আবহসঙ্গীতের দায়িত্বে থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।