আজিমপুরে দাফন হল শিমুর
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2022 02:01 PM BdST Updated: 19 Jan 2022 02:01 PM BdST
নির্মমভাবে হত্যার শিকার অভিনয়শিল্পী রাইমা ইসলাম শিমুকে ঢাকার আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় গ্রিন রোডের স্টাফ কোয়ার্টারে জানাজা শেষে সাড়ে ৯টার দিকে তাকে দাফন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার ভাই শহীদুল ইসলাম খোকন।
স্বামী ও দুই সন্তানকে নিয়ে ঢাকার গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন ৪০ বছর বয়সী শিমু। সোমবার ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর সেতুর কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
ভাইয়ের অভিযোগ ছিল শিমুকে হত্যা করেছে তার স্বামী শাখাওয়াত আলীম নোবেল। তদন্তে নেমে বস্তার সুতার সূত্র ধরে পুলিশও নোবেলকে সন্দেহের তালিকায় রাখে; একই রকমের সুতা নোবেলের বাসায়ও পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে স্বামী নোবেল হত্যার কথা ‘স্বীকার করেন’ বলে সাংবাদিকদের জানিয়েছে পুলিশ।
‘দাম্পত্য কলহের জের ধরে’ নোবেল তার স্ত্রীকে হত্যার পর বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদের সহায়তায় লাশ গুম করেন বলে পুলিশের ভাষ্য।
বস্তার সুতার সূত্রে মিলল শিমুর খুনি: পুলিশ
নোবেল মাদকাসক্ত, ঝগড়া হত প্রায়ই, বললেন শিমুর ভাই
শিমু হত্যার পেছনে দাম্পত্য কলহ, স্বামীই ঘাতক: পুলিশ
নোবেল ও ফরহাদকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) হাসপাতালে মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্ত শেষে চিকিৎসক সোহেল মাহমুদ বলেন, নিহতের গলায় স্পষ্ট কালো দাগ রয়েছে।
“ধারণা করা হচ্ছে, রশি বা কোনো কিছু দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া রাসায়নিক পরীক্ষার জন্য ভিসেরা (অভ্যন্তরীণ কিছু অঙ্গ) সংগ্রহ করা হয়েছে।”
শিমুর ভাই খোকন জানান, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে রাতে বোনকে তারা দাফন করেন।
কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে ১৯৯৮ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে বরগুনার আমতলীর মেয়ে শিমুর। পরের বছরগুলোতে দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ আরও বেশ কিছু পরিচালকের প্রায় ২৫ সিনেমায় পার্শ্বচরিত্রে দেখা যায় তাকে। শাকিব খান, অমিত হাসানসহ কয়েকজন তারকার সঙ্গেও কাজ করেছেন।
বস্তার ভেতর অভিনেত্রী শিমুর লাশ, স্বামী গ্রেপ্তার
শিমুকে ‘শ্বাসরোধে’ হত্যার পর লাশ ভরা হয়েছিল বস্তায়
শিমুকে সিনেমায় এনেছিলেন মান্না
শিমু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগী সদস্য ছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি টিভি নাটকে অভিনয় এবং প্রযোজনাও করেছেন।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জামাই শ্বশুর’ সিনেমায় চিত্রনায়িকা পূর্ণিমার বড় বোনের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান শিমু; সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন অমিত হাসান।
সম্প্রতি এনটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ অভিনয় করে এই প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিতি পেয়েছেন।
তার ফেইসবুক পেইজে দেওয়া তথ্য অনুযায়ী, একটি বাণিজ্য বিষয়ক সাময়িকী, একটি বেসরকারি টেলিভিশনের বিপণন বিভাগে কাজ করার পাশাপাশি একটি প্রডাকশন হাউজও চালাতেন এই অভিনেত্রী।
-
স্বর্ণ পাম জিতল ‘বিষাদের ত্রিভুজ’
-
চাপে বদলে গেল অক্ষয়ের সিনেমার নাম
-
ডেপ-হার্ড, দুজনের মঙ্গল কামনা করলেন ইলন মাস্ক
-
মাদককাণ্ডের তদন্তে শাহরুখপুত্র আরিয়ানের দোষ মেলেনি
-
পল্লবী-বিদিশার পর মঞ্জুষার ঝুলন্ত লাশ
-
১০০ ঘণ্টায় শেষ হল হার্ড-ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ
-
মার্শে দ্যু ফিল্মে কাদের সিনেমা যায়, কীভাবে যায়
-
মামলা তুলে নিল নগরবাউল ও মাইলস
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম