কোভিড আক্রান্ত লতা আইসিইউতেই থাকছেন

ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেই পর্যবেক্ষণে রাখছে চিকিৎসকরা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2022, 12:54 PM
Updated : 15 Jan 2022, 12:54 PM

কোভিড পজিটিভ হওয়ার পর গত মঙ্গলবার মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ৯২ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীকে।

শনিবার তার চিকিৎসক ডা. প্রতীক সামদানিকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে লতাকে।

“তিনি আইসিইউতেই পর্যবেক্ষণে থাকবেন। আমাদের আরও অপেক্ষা করে দেখতে হবে,” বলেন তিনি।

লতার অবস্থার অবনতি হয়নি বলে তার স্বজনদের ভাষ্য।

তার ভাগ্নি রচনা বৃহস্পতিবার জানিয়েছিলেন, “তিনি ভালোই আছেন, যা দেখে আমরা খুশি।”

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে লতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

১৯২৯ সালে জন্ম নেওয়া লতা ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’ নামে খ্যাত। সঙ্গীতশিল্পী হিসেবে তিনি ‘ভারতরত্ন’ খেতাবে ভূষিত, যা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। ২০১৯ সালে ভারত সরকার তাকে ‘ডটার অব দ্য নেশন’ খেতাবেও ভূষিত করে।

৩৬ ভাষাতে গান গাওয়া লতার গাওয়া অসংখ্য বাংলা গান কয়েক প্রজন্মকে মুগ্ধ করে রেখেছে।