আসছে ‘সিম্বা ২’
গ্লিটজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2022 10:39 PM BdST Updated: 13 Jan 2022 10:39 PM BdST
রোহিত শেঠি পরিচালিত হিট সিনেমা ‘সিম্বা’ এর সিক্যুয়েলেও থাকছেন রণবীর সিং।
হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিম্বা-২ এও একই চরিত্রে আসছেন তিনি।
“উপরওয়ালা চাইলে এটি অবশ্যই হবে।”
রোহিত শেঠি সবসময়ই ‘সিম্বা’কে একটি ফ্র্যাঞ্চাইজি বানাতে চেয়েছিলেন জানিয়ে রণবীর বলেন, “এটিকে সর্বদা একটি ফ্র্যাঞ্চাইজি বানানোর উদ্দেশ্য ছিল। যখনই রোহিত স্যার এটি বানাবেন, আমি এটিতে থাকব, কারণ সিম্বা আমার পছন্দের চরিত্র।”
‘সিম্বা’ তে রণবীরের সঙ্গে সারা আলী খান এবং সোনু সুদ অভিনয় করেছিলেন। সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ‘সিংঘাম’ সিরিজের অজয় দেবগনকে।
২০১৫ সালের তেলেগু সিনেমা ‘টেম্পার’ এর রিমেইক ‘সিম্বা’ বক্স অফিসে ৪০০ কোটির বেশি রুপি আয় করেছিল।
‘সিম্বা ২’ হওয়ার আগে রোহিত শেঠির ‘সার্কাস’ সিনেমায় দেখা যাবে রণবীরকে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন পুজা হেগড়ে।
রণবীরের ‘জয়েশভাই জোয়ার্দার’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে, এতে তার সহ অভিনেত্রী নতুন মুখ শালিনী পান্ডে।
রণবীর এখন শুটিং করছেন করন জোহরের রোমান্টিক ড্রামা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’-তে, এতে আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমির মতো বলিউড তারকারা রয়েছেন।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন