মেয়ের জন্মদিন উদযাপন বিরাট-আনুশকার
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2022 12:12 AM BdST Updated: 13 Jan 2022 12:12 AM BdST
-
ছবি: ইনস্টাগ্রাম থেকে।
আনুশকা শর্মা এবং বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকায় তাদের মেয়ে ভামিকার প্রথম জন্মদিন উদযাপন করেছেন।
বিরাট যেহেতু সেখানে ভারতের হয়ে ক্রিকেট সিরিজ খেলতে গেছেন, তাই তাদের ‘বায়ো বাবলে’ থাকতে হচ্ছে। তবে আনুশকা নিশ্চিত করেছেন যে ভামিকার জন্মদিনটি ‘সুন্দরভাবে’ উদযাপিত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভামিকার জন্মদিন উদযাপনের একটি ছবি শেয়ার করে আনুশকা লিখেছেন, “সূর্যটি উজ্জ্বল ছিল, আলো সুন্দর ছিল, টেবিলটি খাবারে পরিপূর্ণ ছিল এবং ঠিক এভাবেই আমাদের ছোট্ট মেয়ের এক বছর পূর্ণ হল।”
উদযাপন সম্পর্কে বলতে গিয়ে তিনি যোগ করেন, “সবচেয়ে প্রাণবন্ত মানুষগুলো এ সন্ধ্যাটিকে বিশেষ করে তুলেছে। আর আমি কিনা ভামিকার প্রথম জন্মদিনটি বাবলে কাটানো নিয়ে চিন্তিত ছিলাম! ধন্যবাদ বন্ধুরা।”
২০২১ সালের ১১ জানুয়ারি ভামিকাকে পৃথিবীতে স্বাগত জানান ক্রিকেটার বিরাট এবং অভিনেত্রী আনুশকা।
এদিকে, আনুশকা শর্মাকে পরবর্তীতে ‘চক্র এক্সপ্রেস’ সিনেমাটিতে দেখা যাবে। ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- বেঙ্গালুরুতে তরুণীকে নির্যাতন: হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশি দণ্ডিত
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- ‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়